মা হওয়ার পর ২ মাসও কাটেনি নুসরতের (Nusrat Jahan)। এর মধ্যেই স্বামী যশের (Yash Dasgupta)সঙ্গে বরফের দেশে পাড়ি দিয়েছিলেন নুসরত, তবে একরত্তি ঈশানের কোনও ঝলক এখনও দেখা যায়নি, হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কি ছেলেকে নিয়ে কাশ্মীরে গেছিলেন নাকি কলকাতায় রেখেই কাশ্মীর রওনা, হাজারো জল্পনার মধ্যেই কলকাতা ফিরে মুখ খুললেন নুসরত জাহান।