সাংঘাতিক ফুলে গিয়েছে চোখ-মুখ, ৬ মাসের গর্ভাবস্থাতেই এ কী হাল নুসরতের, নো মেকআপে ফাঁস হল আসল চেহারা

Published : Jun 30, 2021, 10:23 AM IST

 ৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। কয়েকদিন আগে বেবিবাম্পের প্রথম ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। তারপর থেকেই অন্য পথে হাঁটছেন নুসরত। বেবিবাম্প উন্মুক্ত করে নয়, বরং মাতৃত্বকালীন অবস্থায় একের পর এক ছবি শেয়ার করছেন নুসরত জাহান। সম্প্রতি নো মেকআপ, নো ফিল্টারের একটি ছবি শেয়ার করেছেন নুসরত। ফুলে গিয়েছ চোখ মুখ, স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। ৬ মাসের গর্ভাবস্থাতেই নো ফিল্টার ডে-তে ফাঁস হল অন্তঃসত্ত্বা অভিনেত্রীর আসল চেহারা।  

PREV
19
সাংঘাতিক ফুলে গিয়েছে চোখ-মুখ, ৬ মাসের গর্ভাবস্থাতেই এ কী হাল নুসরতের, নো মেকআপে ফাঁস হল আসল চেহারা

  প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। 

29

 ৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। কয়েকদিন আগে বেবিবাম্পের প্রথম ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। তারপর থেকেই অন্য পথে হাঁটছেন নুসরত। 

39


বেবিবাম্প উন্মুক্ত করে নয়, বরং মাতৃত্বকালীন অবস্থায় একের পর এক ছবি শেয়ার করছেন নুসরত জাহান। 

49

এর মধ্যেই ধেয়ে আসছে অশ্লীল কটাক্ষ। কিন্তু তিনিও স্পিকটি নট। ক্যাপশনেই বুঝিয়ে দিচ্ছেন চারপাশে যাই হোক, তিনি নিজের অবস্থানে অনড়। আপাতত প্রশ্নবাণকে উপেক্ষা করে নীরবতা-কেই আশ্রয় বানিয়েছেন নুসরত।

59

সম্প্রতি নো মেকআপ, নো ফিল্টারের একটি ছবি শেয়ার করেছেন নুসরত।  যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
 

69

ছবিতে দেখা যাচ্ছে, ফুলে গিয়েছে চোখ মুখ, স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা। ৬ মাসের গর্ভাবস্থাতেই নো ফিল্টার ডে-তে ফাঁস হল অন্তঃসত্ত্বা অভিনেত্রীর আসল চেহারা।

79

মেকআপের খোলস ছেড়ে বেরিয়ে এলেন নুসরত জাহান। নিজের ইনস্টাগ্রামে  ভিডিও পোস্টেই  নো মেকআপ লুকে নিজেকে মেলে ধরলেন নায়িকা।
 

89

আকাশী রঙের পোশাক, চোখে মুখে হাসি, নো মেকআপ লুক,  'Victory' সাইন দিয়ে ছবিতে পোজ দিয়েছেন সাংসদ অভিনেত্রী।

99

একটু একটু করে গর্ভে বাড়ছে সন্তান। চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের আভা। ৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী।

click me!

Recommended Stories