মিমি-ওম- টলিপাড়ার বিয়ের মরশুমে চারহাত এক হয়েছে অভিনেত্রী মিমি দত্ত এবং ওম সাহানির। সদ্য বিবাহিত নবদম্পতি এখন নেটদুনিয়ার হটকেক। অবাঙালি প্রেমিক ওমের সঙ্গে বৈদিক মতে বিয়ে সেরেছিলেন মিমি। প্রথম জামাাইষষ্ঠীর মেনু শুনেই আনন্দে আত্মহারা ওম। মাটন-ইলিশ--পাবদা, কী নেই মেনুতে। শাশুড়ি মা নিজের হাতে রান্না করছেন ওমের জন্য, যা শুনেই মন ভাল হয়ে গিয়েছে অভিনেতার।