অপেক্ষার অবসান। একদিকে অঝোর বৃষ্টি, তার উপর আবার জামাইষষ্ঠী থুড়ি প্রথম জামাইষষ্ঠী বলে কথা, স্পেশ্যাল তো বনতা হ্যায়। আনন্দে যেন টগবগিয়ে ফুটছেন টলিপাড়ার নবদম্পতিরা। যদিও অতিমারির কোপে খানিকটা ফিকে ষষ্ঠীর আমেজ। কিন্তু প্রথমবারের ষষ্ঠীতে কী খাওয়াবেন আদরের জামাইকে তার পরিকল্পনা অনেকদিন আগেই সেরে নিয়েছেন শাশুড়ি মায়েরা। বিরিয়ানি না কন্টিনেন্টাল,কী পড়বে জামাইয়ের পাতে তা নিয়ে বেজায় কৌতুহলী জামাই। ছিমছাম হলেও বাঙালি ভুরিভোজ-টাই হল আসল। রইল টলিপাড়ার নববিবাহিত দম্পত্তির প্রথম জামাইষষ্ঠীর সাতকাহন।