'সে বদলে গিয়েছে', আজও নুসরতের অপেক্ষায় নিখিল, ভ্যালেন্টাইন্স ডে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

নুসরত জাহান ও নিখিল জৈন, টলিউড এই হট জুটির মাঝে তৈরি হওয়া দুরত্বতেই যেন মন ভেঙেছে ভক্তদের। একের পর এক সংবার খবরের শিরোনামে জায়গা করেছে ২০২০ শেষ থেকেই। কখনও যশের সঙ্গে সম্পর্ক ঘিরে প্রশ্ন, কখনও আবার সিঙ্গেল লাইফে ভাইরাল নুসরত, তবে ভ্যালেন্টাইন্স ডে তে নিখিলের পোস্টে নজর কাড়ল ভক্তমহলের। 

Jayita Chandra | Published : Feb 15, 2021 6:42 AM IST
110
'সে বদলে গিয়েছে', আজও নুসরতের অপেক্ষায় নিখিল, ভ্যালেন্টাইন্স ডে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

নিখিলের সঙ্গে ক্রমেই দুরত্ব বাড়ছে নুসরতের। এমনটাই জল্পনা এখন টলি পাড়ায়। বিগত কয়েক মাসে নানা উত্থান পত্তনের মধ্যে দিয়ে গিয়েছে নিখিলের সংসার। 

210

যদিও একাধিকবার তিনি জানিয়েছেন যে এই সকল বিতর্কের মধ্যে থেকে যেন তাঁকে বাদ রাখা হয়। 

310

কিন্তু নেট দুনিয়ায় ঠিক তার উল্টো ছবি পড়ছে চোখে। কখনও যশ কখনও আবার নুসরতের কেরিয়ার, বা রাজনীতির ময়দান উঠে আসছে সামনে। 

410

যশের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নুসরত, এমন দাবী ছিল নেট দুনিয়ার। কিন্তু এই নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন তিনি। 

510

এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বাইরে গিয়ে দেখাও তো হতে পারে। তবে নিখিলকে  নিয়ে মুখ খোলেননি তাঁরা। 

610

তবে দীর্ঘ দিন যাবত দুজনের সোশ্যাল মিডিয়ায় নেই একে অন্যকে নিয়ে কোনও পোস্ট। ফলোও করছেন না তাঁরা দুজন দুজনকে। 

710

তবে নুসরত এখন বেজায় ব্যস্ত। ঝড়ের বেগে ভাইরাল এখন নুসরতে পার্সোনাল লাইফের সাত কাহন। 

810

কিন্তু এই দুরত্বই বোধ হয় কোথাও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে নিখিলকে। ভ্যালেন্টাইন ডে তে সেই পোস্টই ভাইরাল নেট পাড়ায়। 

910

নিখিল লিখলেন, আমি দুঃখিত, আমায় যেন কি কথা দিয়েছিলে তুমি, কেউ আজ বদলে গিয়েছে, আমি কিন্তু একই আছি। 

1010

এই বার্তা কি তবে নুসরতের জন্য! এমনটাই জল্পনা তুঙ্গে, নেটিজেনরা পাশে দাঁড়ালেন নিখিলেন, লিখলেন, সব ঠিক হয়ে যাবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos