মা হওয়ার পর থেকেই খুব একটা বেশি বিরতি নেননি নুসরত জাহান (Nusrat Jahan), অল্প কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছেন নুসরত জাহান। পুজোর আগে থেকেই বিভিন্ন রকম ফোটোশ্যুটে ঝড় তুলেছেন নুসরত জাহান। ইতিমধ্যেই নতুন ছবি 'জয়কালী কলকত্তেওয়ালী'-র শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা নুসরত জাহান।