Exclusive Footage Uma- উমার শ্যুটিং-এর এক্সক্লুসিভ ছবি, আলিয়ার জাল কি কাটতে পারবে উমা

Published : Nov 14, 2021, 09:18 AM ISTUpdated : Nov 14, 2021, 10:24 AM IST

কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া এবং তাঁর মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান। তাঁরা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায়। মা-কে দেওয়া কথা মত সে ক্রিকেট ব্যাট ছোঁবে না। কী ঘটতে চলেছে এবার, নয়া চমক উমা ধারাবাহিকে।   

PREV
111
Exclusive Footage Uma- উমার শ্যুটিং-এর এক্সক্লুসিভ ছবি, আলিয়ার জাল কি কাটতে পারবে উমা

এত দিন তো যুদ্ধটা ছিল মাঠের বাইরে এবং একতরফা  তবে দিদির বিয়ে বাঁচতে অজান্তেই আলিয়ার জালে জড়িয়ে পড়ল উমা (Uma)। নিজের দিদির  বিয়ে বাঁচতে , পাত্রপক্ষর পনের দাবি মেটাতে মরিয়া উমা। তাই আলিয়ার কাছে এক রাশ কুণ্ঠা নিয়ে  মাইনের অ্যাডভান্স চেয়ে ছিল উমা। ভেবে ছিল আলিয়া তাকে প্রত্যাখানই করবে । 

211

কিন্তু উমাকে চমকে দিয়ে উমার (Uma) বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আলিয়া। আলিয়ার এই অদ্ভুত ব্যবহারে অবাকই হয় উমা। কিন্তু বুঝতে পারে না আলিয়ার পরিকল্পনার কথা। কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া, এবং তার মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান।

311

তারা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায় মা কে দেওয়া কথা মত সে ক্রিকেট বেট ছোবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবের সংসার, দিদির বিয়ে সবটাই ভেস্তে যেতে পারে। নানা টানাপোড়েন কাটিয়ে উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয়। এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে? নাকি অভির কাছে ধরা পড়ে যাবে আলিয়ার কারসাজি এবং উমার প্রতিভা। 

411

এই নিয়েই টানটান উত্তেজনায় উমার দর্শকেরা। কি আসতে চলেছে আগামী দিনের টুইস্ট? আর সেই দৃশ্যেরই শুটিং (Shooting) চলেছে। মাঠে নেমে চলছে জোরদার প্র্যাকটিস। মহাপর্বে (Special Episod) ফুঁটে উঠবে উমার এই মহাসংকট কাল। 

511

তারই প্রস্তুতিতে এখন উমা ধারাবাহিকের সেট। আস্ত একটি ম্যাচের প্রস্তুতি। তারই শ্যুটিং পর্ব চলছে এখন এই ধারাবাহিকে। মহাপর্ব বলে কথা, তাই প্রযোজন সুশান্ত দাসও হাজির হয়েছেন সেটে। নিজেই স্ক্রিপ্ট হাতে নিয়ে শ্যুটিং পর্বে গা ভাসিয়েছেন। 

611

প্রথম থেকেই উমা ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রথম সপ্তাহতেই বাজিমাত। টিআরপি দৌরেও নিজের জায়গা পাকা করেছে এই ধারাবাহিক।

711

বর্তমানে উমার খেলায় নজর সকলের। পাশাপাশি অভির সঙ্গে সম্পর্ক ও উমা-আলিয়ার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছে দর্শক মহল। 

811

উমা ধারাবাহিকের গল্পের প্রতিটা পদে পদে জড়িয়ে রয়েছে এক সাধারণ মেয়ের স্বপ্নপূর্ণের যাত্রা। যাঁর বাবার ইচ্ছে ছিল তাঁর মেয়ে ভারতের হয়ে ক্রিকেট খেলবে। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। 

911

দর্শকদের চমকে দিয়ে ধারাবাহিকের শুরু হওয়ার এক দুদিনের মধ্যেই প্রয়াত হন পর্দায় উমার বাবা। যার ফলে লড়াইটা সম্পূর্ণ একার হয়ে যায় এই সাধারণ ঘরের ছোট্ট মেয়ের। সামনেই দিদির বিয়ে। 

1011

প্রয়োজন প্রচুর অর্থের, আর তাই ক্রিকেটর নন, তিনি হয়ে উঠলেন এক ক্রিকেটরের অ্যাসিস্টেন্ট। তাঁকে ঘিরেই কাটছে এখন উমার সময়। কিন্তু সেই চাকরিই কি বদলে দেবে উমার ভাগ্য!

1111

ধীরে ধীরে অনেকের নজরেই আসছে উমার প্রতিভা। কিন্তু লড়াই যে ভয়ানক, মাকে দেওয়া প্রতিশ্রুতি ও বাবার স্বপ্ন, দুই বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে উমা, কোন পথে তাঁর ভাগ্য, নিজেও জানে না উমা। 

click me!

Recommended Stories