তারা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায় মা কে দেওয়া কথা মত সে ক্রিকেট বেট ছোবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবের সংসার, দিদির বিয়ে সবটাই ভেস্তে যেতে পারে। নানা টানাপোড়েন কাটিয়ে উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয়। এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে? নাকি অভির কাছে ধরা পড়ে যাবে আলিয়ার কারসাজি এবং উমার প্রতিভা।