নুসরতের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্যুটিংয়ের ফাঁকে বেরিয়ে পড়েছিলেন ড্রাইভে।
সেই লং ড্রাইভের ভাইরাল ভিডিওর পর ফের ভাইরালের খাতায় উঠে এল নুসরতের জাহানের নাম।
এবার অবশ্য ফ্যাশনের কারণে। লন্ডনে নিয়ে গিয়েছেন বাঙালি বেশভুষাকে।
সুতির শাড়ির সঙ্গে কীভাবে ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা যায় তাই দেখালেন নুসরত।
একটি কালো মিডি কোট তার সঙ্গে সাদা রঙের সুতির শাড়ি। নো মেক আপ লুকই ছিল ইউএসপি।
খোলা চুলে ক্যানডিড পোজে ধরা দিয়ে লন্ডনেও বাংলার ফ্যাশন ধরে রাখলেন নুসরত।
তাঁর সাজের এই অভিনবত্ব দেখে খুশি হয়েছে ভক্তমহল। সাধারণত বিদেশভ্রমণে সকলকে পাশ্চাত্য পোশাকেই দেখা যায়।
সেখানে নুসরত নিজের বাঙালিয়ানাকে গর্বের সঙ্গে বহন করে ঘুরে বেড়ালেন লন্ডনের রাস্তায়।
Adrika Das