লন্ডনেও নুসরতের বাঙালিয়ানা, কীভাবে ধরে রাখলেন নিজের জাদু, ছবিতে হল ফাঁস

ফাঁকা রাস্তা, দু'পাশে ঘন জঙ্গল। মাঝ দিয়ে চলেছেন অভিনেত্রী নুসরত জাহান। আপাতত লন্ডনে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে কোথায় ছুঁটলেন তিনি। দু'পাশে জঙ্গলের মাঝ দিয়েই কোথায় যাচ্ছেন তিনি। লন্ডনে 'স্বস্তিক সংকেত'র ছবির শ্যুটিং করছেন নুসরত। সেখানেই কি তবে এই জঙ্গলের রাস্তা ধরে ঘুরতে বেরিয়েছেন তিনি। মজেছেন রোম্যান্সেও। তবে নিখিলের সঙ্গে নয়, পরিবেশের সঙ্গে। নেচার লাভার বলেই এমন মেজাজে নুসরত। 

Adrika Das | Published : Oct 11, 2020 10:32 PM
18
লন্ডনেও নুসরতের বাঙালিয়ানা, কীভাবে ধরে রাখলেন নিজের জাদু, ছবিতে হল ফাঁস

নুসরতের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্যুটিংয়ের ফাঁকে বেরিয়ে পড়েছিলেন ড্রাইভে। 

28

সেই লং ড্রাইভের ভাইরাল ভিডিওর পর ফের ভাইরালের খাতায় উঠে এল নুসরতের জাহানের নাম। 

38

এবার অবশ্য ফ্যাশনের কারণে। লন্ডনে নিয়ে গিয়েছেন বাঙালি বেশভুষাকে। 

48

সুতির শাড়ির সঙ্গে কীভাবে ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা যায় তাই দেখালেন নুসরত। 

58

একটি কালো মিডি কোট তার সঙ্গে সাদা রঙের সুতির শাড়ি। নো মেক আপ লুকই ছিল ইউএসপি। 

68

খোলা চুলে ক্যানডিড পোজে ধরা দিয়ে লন্ডনেও বাংলার ফ্যাশন ধরে রাখলেন নুসরত। 
 

78

তাঁর সাজের এই অভিনবত্ব দেখে খুশি হয়েছে ভক্তমহল। সাধারণত বিদেশভ্রমণে সকলকে পাশ্চাত্য পোশাকেই দেখা যায়। 

88

সেখানে নুসরত নিজের বাঙালিয়ানাকে গর্বের সঙ্গে বহন করে ঘুরে বেড়ালেন লন্ডনের রাস্তায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos