'তোমাকেই ভালবেসেছি', Valentine Week-এ প্যাশিনেট প্রেমের কথা ফাঁস করলেন নুসরত

ব্যক্তিগত জীবনে দুই পুরুষ। সম্পর্কের টানাপোড়েন। নসুরত জাহানের বৈবাহিক সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের তিক্ততা, যশ দাশগুপ্তর সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়ে নানা চর্চা। এসবের দিকে কান অবশ্য দেন না নুসরত। নিজেকে নিয়ে বেজায় ব্যস্ত তিনি। আগামী ছবি ডিকশনারি নিয়েই ব্যস্ত নুসরত। আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ব্রাত্য বসুর পরিচালিত ছবিটি।

Adrika Das | Published : Feb 8, 2021 1:52 PM / Updated: Feb 08 2021, 01:54 PM IST
18
'তোমাকেই ভালবেসেছি', Valentine Week-এ প্যাশিনেট প্রেমের কথা ফাঁস করলেন নুসরত

ভ্যালেন্টাইনস উইক শুরু হয়ে গিয়েছে জোর কদমে। ডিকশনারির প্রচারের পাশাপাশি প্রেম নিয়েও প্যাশিনেট হয়ে উঠেছেন তিনি। 

28

স্মিতা স্যানালের রূপে ধরা দিয়ে প্রেমের জোয়ারে ভাসলেন নুসরত। ছবি পোস্ট করে প্যাশিনেট প্রেমের ছোঁয়া দিলেন অভিনেত্রী। 

38

'তোমারেই যেন ভালোবাসিয়াছি, শত রূপে শত বার, জনমে জনমে, যুগে যুগে অনিবার।' 

48

'সম্পর্কের এক অজানা অভিধান নিয়ে আসছে', এই ক্যাপশনেই একের পর এক ছবি শেয়ার করে গিয়েছেন তিনি। 

58

নো মেকআপ লুক, ছাপোষা বাঙালি বধূর সাজই কেবল নয়, স্মিতা স্যানাল নামক চরিত্রটিও তাঁর অভিনয় জীবনে প্রথম।

68

নুসরতকে এমন রূপে আগে দেখা যায়নি। ঘরোয়া স্ত্রীর রূপে তাঁকে পেয়ে ভক্তরা ভারি খুশি।

78

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর এই ছবির ট্রেলার। ব্রাত্য বসুর পরিচালিত 'ডিকশনারি' তে ভিন্ন অবতারে দেখা গিয়েছে নুসরতেকে।

88

এমন গভীরতায় ভরা চরিত্র তিনি আগে কখনও পাননি। স্মিতার রূপেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ধরা দিচ্ছেন নুসরত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos