দুর্গা বেশে কটাক্ষের মুখে নুসরত, পাচ্ছেন খুনের হুমকি, নিরাপত্তা চেয়ে কেন্দ্রের দ্বারস্থ

মহালয়া আসা মানেই দেবী পক্ষের সূচনা। এদিন সকাল থেকেই ঘরে ঘরে দেবী বন্দনার এক ভিন্ন আমেজ ছড়িয়ে পড়ে। চারিদিকে এক আনন্দ আয়োজন। আর সেই ভোরকেই বিশেষ কপরে তুলতে টেলিভিশন, রেডিওর ছালাও আয়োজন। সেলেব মহলও সামিল হয় এই বিশেষ দিনে। তবে টেলিভিষণের পর্দায় নয়, নুসরত জাহান এই বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানান সোশ্যাল মিডিয়ার পাতায়, আর তাতেই একাংশের ঘোর আপত্তি। 

 

 

Jayita Chandra | Published : Sep 30, 2020 4:42 AM IST
18
দুর্গা বেশে কটাক্ষের মুখে নুসরত, পাচ্ছেন খুনের হুমকি, নিরাপত্তা চেয়ে কেন্দ্রের দ্বারস্থ

মহালয়ার দিন সকলকে শুভেচ্ছা জানাতে দুর্গা লুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। 

28

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। মুহূর্তে তা হয়ে ওঠে ভাইরাল। 

38

একদিকে যেমন এই ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়ার একাংশ, ঠিক তেমনই অন্য অংশ ব্যস্ত অভিনেত্রীকে আক্রমণ করতে।

 

 

48

ভিডিও দেখা মাত্রই নেট দুনিয়ার এই নিয়ে শুরু হয় য়ায় তরজা। কী-কেন কিজন্যে, এমনই হাজারও প্রশ্ন ওঠে। 

 

 

58

সেই তালিকা থেকে বাদ পড়ে না ধর্ম নিয়ে চর্চাও। তিনি বিধর্মী, তবে কেন এই দুর্গা লুকে ধরা দিলেন। 

68

কেউ আবার তুলে ধরেন তাঁর লুক ও নাচের প্রসঙ্গ। তবে সব থেকে ভয়াবহ হয়ে দাঁড়ায় তাঁর প্রাণের হুমকি। 

78

এই প্রসঙ্গ ওঠাতেই নড়েচড়ে বসেন অভিনেত্রী, তথা নুসরত। তিনি তড়িঘড়ি কেন্দ্রের কাছে অতিরিক্ত সুরক্ষার আর্জি জানালেন। 

88

ভিডিও পোস্ট করে পাল্টা শুভেচ্ছা পেলেন কম কটাক্ষের মুখেই পড়তে হল তাঁকে, একাধিক প্রশ্ন। আবার অন্য দিকে কেন উঠছে ধর্মের প্রসঙ্গ, তার উত্তর খুঁজছেন নুসরতের ভক্তকূলের একাংশ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos