রাতের অন্ধকারে আলোর সঙ্গে লুকোচুরি খেলা নুসরতের, ফুরফুরে মেজাজের কারণ কী

নুসরত জাহানের নাইট ফোটোশ্যুটে নজর আট থেকে আশির। কালো রেসার ব্যাকে নো মেকআপে লুকে ধরা দিয়েছেন সাংসদ অভিনেত্রী। চুলের হালকা কার্লসে মন জিতেছেন হাজারও ভক্তদের। গ্ল্যামার ক্যুইনের ভরা যৌবনে মাথা ঘুরছে সকলের। এ কী রূপে ধরা দিলেন নুসরত, যা হার মানাচ্ছে বলিউডের গ্ল্যামারকেও। নুসরতের নিত্যদিনের পোস্টেই থাকে কোনও না কোনও চমক। আজ রিল ভিডিও তো কাল অভিনব ফোটোশ্যুট। 
 

Adrika Das | Published : Nov 29, 2020 10:13 AM
18
রাতের অন্ধকারে আলোর সঙ্গে লুকোচুরি খেলা নুসরতের, ফুরফুরে মেজাজের কারণ কী

সম্প্রতি এমনই কিছু ক্যানডিড মুহূর্তে নিজেকে মেলে ধরলেন নুসরত। বাড়ির সাধারণ পোশাকেও তিনি অসাধারণ। 

28

শ্যুটিং থেকে কিংবা কোনও কাজ সেরে বাড়ি ফিরে মেকআপ তুলে সাধারণত সকল তারকারাই বিশ্রাম নেন। 

38

তবে নুসরত তাঁর ভক্তদের মন ভরাতে জানেন। বিনোদনের জোগান দতে একেবারেই পিছপা হন না তিনি। 

48

বাড়ি ফিরে, মেকআপ তুলে সঙ্গে সঙ্গে বসে পড়লেন ক্যামেরার সামনে। বারান্দায় বসে আলোর সঙ্গে লুকোচুরি খেলা। 

58

সেই খেলার মাঝে হাসিমুখে তুললেন একগুচ্ছ ছবি। যা পোস্ট করতে নিমেষে হয়েছে ভাইরাল। 

68

নুসরতের সৌন্দর্য নিয়ে কারও কোনও দ্বিমত নেই। বরং তাঁর রূপ যে ক্রমশ বাড়ছে তাই বলে চলেছে ভক্তরা। 

78

বিনা মেকআপেই তিনি সবচেয়ে সুন্দর। এ কথা তাঁর প্রত্যেক অনুরাগীরাই বিশ্বাস করে। 

88

ছবি গুলি পোস্ট করে লিখেছেন, "শুধু হাসিটাকে পরিধান করো, মেকআপ নয়।" তিনিও যে নো মেকআপ লুকেই বিশ্বাসী তাও প্রমাণ হয়ে গেল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos