বৈবাহিক সম্পর্কের পরই বন্ধুত্বেও 'বিশ্বাসঘাতকতা', নুসরতের জীবনে ফের কীসের ঝড়

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনেই কাটছে নুসরত জাহানের এক একটি মুহূর্ত। নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে সমস্যার খবর ছড়িয়ে পড়তেই নিত্যদিন তাঁদের সম্পর্ক নিয়ে লেখালিখি চলছে চারিদিকে। অন্যদিকে নুসরত এবং যশ দাশগুপ্তর বিশেষ বন্ধুত্ব নিয়েও উঠছে প্রশ্ন। ব্যক্তিগত জীবন, বৈবাহিক জীবন নিয়ে নাজেহাল অবস্থা নুসরতের। এবার বন্ধুত্বেও বিশ্বাসঘাতকতার শিকার হলেন তিনি। 

Adrika Das | Published : Feb 7, 2021 4:22 PM IST
18
বৈবাহিক সম্পর্কের পরই বন্ধুত্বেও 'বিশ্বাসঘাতকতা', নুসরতের জীবনে ফের কীসের ঝড়

সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেন যেখানে ক্রিপ্টিক অর্থাৎ রহস্যে ভরা বার্তা দিয়েছেন নুসরত। 

28

পোস্টে লেখা, 'কিছু মানুষ কেবল স্পটলাইটে থাকতে বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে দু'বারও ভাবে না।'

38

নুসরতের সঙ্গে কি তবে কেউ বিশ্বাসঘাতকতা করে বসল। বন্ধুত্বের যাত্রাতেও কীসের কারণে এই অভিজ্ঞতা হল নুসরতের। 

48

পোস্ট শেয়ার করা কোনও কথাই বলেননি নুসরত। কেবল এই একটাই পোস্ট নয় আরও একটি বার্তা দিয়েছেন নুসরত। 

58

'তোমার মুখের সামনে কে কেমন তা নিয়ে জীবন নয়। তোমার অবর্তমানে কে কেমন সেটাই হল জীবন।'

68

এই দুটি পোস্টেই সকলের সন্দেহ বেড়েছে ভক্তদের। কীসের কারণে এই পোস্টগুলি শেয়ার করেছেন তিনি। 

78

নুসরত নিজের পেশাগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যক্তিগত জীবন নিয়ে তেমন মুখ খোলেন না। 

88

তবে মাঝে মধ্যে তিনি বারে বারে বিভিন্ন পোস্ট শেয়ার করে ব্যক্তিগত জীবন নিয়ে নানা বার্তাই দিয়ে ফেলছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos