'সুন্দরী, নম্র হতে পারি, তবে প্রয়োজনে মুখও ভেঙে দিতে পারি', হঠাৎ কেন রণমূর্তি ধারণ নুসরতের

নুসরত জাহান যে কেবল অভিনয় এবং রাজনৈতিক জগতেই নিজের কামাল দেখাচ্ছেন তাই নয়, সোশ্যাল মিডিয়া ইউজারদের নিত্যদিন দিচ্ছেন বিনোদনের জাবল ডোজ। যার জন্য অধীর আগ্রহে বসে থাকে নেটিজেনরা। কবে কি পোস্ট করছেন নুসরত, সেই আপডেট পেতেই সর্বদা উত্তেজনা তুঙ্গে নিয়ে বসে রয়েছে ভক্তরা। নুসরতের পোস্ট যে কেবল সেনসেশনাল ভিডিও ও ছবিতেই ভরে তা নয়। বরং তাঁর পোস্টে থাকে রিলেট করার নানা উপাদানও। 

Adrika Das | Published : Dec 18, 2020 8:37 PM
18
'সুন্দরী, নম্র হতে পারি, তবে প্রয়োজনে মুখও ভেঙে দিতে পারি', হঠাৎ কেন রণমূর্তি ধারণ নুসরতের

সম্প্রতি তেমনই একটা পোস্ট করলেন নুসরত। এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন নিজের। 
 

28

হাতে বই নিয়ে, ঢলা শার্টে, নো মেকআপ লুকে ধরা দিয়েছেন। চুল হাওয়ায় উড়িয়ে নিজের মধ্যেই মত্ত নুসরত। 

38

পোস্ট করেছেন ইন্টারেস্টিং ক্যাপশন দিয়ে। লিখেছেন, "সে সুন্দর, সে অসামান্য। তবে প্রয়োজনে সে রণমূর্তিও ধারণ করতে পারে।"
 

48

এমন সাধারণ পোস্টে এই ক্যাপশন কেন। প্রশ্ন লুকিয়ে নুসরতের এই ছবিতেই। 

58

মহিলাদের সুন্দরী, নম্র, সভ্য ভেবে অনেকেই ভাবে এই মহিলা হয়তো বিপদে পড়লে নিজেকে রক্ষা করতে পারবে না। 

68

তবে এখন সময় দিন বদলানোর। সুন্দরী দেখতে হতে পারে, নম্র ব্যবহার হতে পারে, তবে তার মানে সেই মহিলা যে প্রয়োজন মত আক্রমণ করতে পারবে না তা নয়। 

78

নুসরত সে কথাই নিজের পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এই বার্তা যাতে সকল মেয়েদের কাছেই পৌঁছে যায় তাই চেষ্টা করেছেন।

88

প্রত্যেক মেয়েদেরই নিজেকে কেবল মেকআপ, সাজগোজের গণ্ডিতেই বেঁধে রাখা উচিত নয়। বরং নিজের আত্মরক্ষা ও অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আসল মেয়ের পরিচয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos