সাইজ জিরোকে ফের ট্রেন্ডে ফিরিয়েছেন নুসরত জাহান। ফিট থাকা থেকে শুরু করে নিজেকে অভিনেত্রী হিসেবে ধরে রাখার জন্য নুসরতের কাছে রয়েছে অভিনব টোটকা। ইদানিং তাঁকে সাইজ জিরোতে দেখে অনেকেই নানা ভাবে তাঁকে বডিশেম করে ট্রোল করার চেষ্টা করেছেন। দেশলাই কাঠি, ঝাঁটার কাঠি, কাকতাড়ুয়া এই ধরণের কুমন্তব্য করেছে। তবে এতে তিনি থেমে যাওয়ার মানুষ একেবারেই নন। কোনও কিছুই দমিয়ে দিতে পারেনি নুসরতকে।