টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন হট অ্যান্ড সেক্সি। অভিনেত্রীর বোল্ড লুকেই ঘায়েল হয়েছেন নেটিজেনরা। বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গিয়েছেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। কখনও বালিয়াড়িতে শুয়ে আবারও নীল জলরাশির মধ্যেই হট ফটোশ্যুটে ঝড় তুলেছেন ঐন্দ্রিলা। উন্মুক্ত উরু, সারা শরীরে মাখা বালি, রেড হট বিকিনিতে বিচ ফ্যাশনিস্তা ঐন্দ্রিলাকে দেখে ভিড়মি খেয়েছেন সাইবারবাসী।