উমা বৌদি থেকে ঝুমা বৌদি, শেষে আবার ফুলওয়া বৌদি। একে একে বৌঠানরা দেওরদের বুকের ধুকপুকুনি বাড়িয়েছে নিজেদের ৩৬-২৪-৩৬ চেহারার মায়ায়। তার সঙ্গে ঘরিয়ে ঘুরিয়ে কথার মারপ্যাঁচ। তাতে সকল ঠাকুরপোর মন-মেজাজের হালা কী হয়েছিল তা দুপুর ঠাকুরপো সিরিজের পরতে পরতে খুলেছে। বৌদির আদর্শ চেহারা নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র, একের পর এক অভিনেত্রীরা দুপুর ঠাকুরপোর টিমকে নিয়ে জানাচ্ছিলেন বিভিন্ন অভিযোগ। শ্রীলেখা কোনও সিজনেই ছিলেন না। তবে তাঁর অভিযোগ কী থাকতে পারে। সিজনে আসার আগেই এক প্রস্থ সমস্যা বেঁধ গিয়েছিল শ্রীলেখার সঙ্গে। সেই সময় শ্রীলেখার নানা বক্তব্যে বিতর্ক একেবারে তুঙ্গে।