'পাতলা ফিনফিনে শাড়ি পরে ওই ধরণের কাজ আমি করতে পারব না', দুপুর ঠাকুরপো নিয়ে কী অভিযোগ ছিল শ্রীলেখার

উমা বৌদি থেকে ঝুমা বৌদি, শেষে আবার ফুলওয়া বৌদি। একে একে বৌঠানরা দেওরদের বুকের ধুকপুকুনি বাড়িয়েছে নিজেদের ৩৬-২৪-৩৬ চেহারার মায়ায়। তার সঙ্গে ঘরিয়ে ঘুরিয়ে কথার মারপ্যাঁচ। তাতে সকল ঠাকুরপোর মন-মেজাজের হালা কী হয়েছিল তা দুপুর ঠাকুরপো সিরিজের পরতে পরতে খুলেছে। বৌদির আদর্শ চেহারা নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র, একের পর এক অভিনেত্রীরা দুপুর ঠাকুরপোর টিমকে নিয়ে জানাচ্ছিলেন বিভিন্ন অভিযোগ। শ্রীলেখা কোনও সিজনেই ছিলেন না। তবে তাঁর অভিযোগ কী থাকতে পারে। সিজনে আসার আগেই এক প্রস্থ সমস্যা বেঁধ গিয়েছিল শ্রীলেখার সঙ্গে। সেই সময় শ্রীলেখার নানা বক্তব্যে বিতর্ক একেবারে তুঙ্গে।

Adrika Das | Published : May 8, 2020 2:35 PM IST
110
'পাতলা ফিনফিনে শাড়ি পরে ওই ধরণের কাজ আমি করতে পারব না', দুপুর ঠাকুরপো নিয়ে কী অভিযোগ ছিল শ্রীলেখার

দুপুর ঠাকুরপোর সিজন টু ঝুমা বৌদির চরিত্রে তাঁরই অভিনয় করার কথা ছিল। সেই মত কথাবর্তা সেরে লুক টেস্টের পালা।

210

লুক টেস্ট দিতে গিয়ে শ্রীলেখার সঙ্গে তৈরি হল টিমের সমস্যা। শ্রীলেখার কথায় তাঁকে নাকি মশারির মটো জরজেটের পাতলা শাড়ি পরতে দেওয়া হয়েছিল লুক টেস্টে।

310

যা পরতে তিনি সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছিলেন। এবং যার ফলে তাঁকে নাকি চরিত্রটাই হারাতে হয়।

410

দুপুর ঠাকুরপো সিরিজটি কেমন তা কমবেশি সকলেরই জানা। সিরিজের বিষয়বস্তু শ্রীলেখাও বেশ ভালভাবেই জানতেন।

510

বৌদিকে নিয়ে ঠাকুরপোরা ফ্যান্টাসাইজ করবে, কিন্তু ফ্যান্টাসাইজ করা এবং নোংরামির মধ্যে একটা সূক্ষ্ম তফাত আছে।

610

শ্রীলেখা পরিষ্কার জানিয়েছিলেন তিনি লুক টেস্ট দিতে রাজি হননি বলেই তাঁকে সেই চরিত্রটি হারাতে হয়।

710

সিরিজটির প্রথম টিজার মুক্তি পাওয়ার পর সকলে হতবাক। বিগ বস প্রতিযোগী মোনালিসা। অর্থাৎ ভোজপুরীর জনপ্রিয় অভিনেত্রী ঝুমা বৌদির ভূমিকায়।

810

দুপুর ঠাকুরপোর কাস্টিং চিমের কথায়, শ্রীলেখা এই চরিত্রের জন্য খানিকটা ওভারওয়েট। তাই তাঁকে এই চরিত্রটি দেওয়া সম্ভব হয়নি।

910

এই বক্তব্যের তোয়াক্কা না করেই শ্রীলেখা বলেন, "ইন্ডাস্ট্রির সকলেই জানে আমি চিরকালই একটু গোলগাল। কিন্তু ওরা এত কনফিউজড কেন।"

1010

"আমার কাছে চরিত্রটা নিয়ে আসার আগে ওদের নিজেদের বুঝে নেওয়া উচিত ছিল ভোজপুরী বৌদি চাই না বাঙালি বৌদি।" 

Share this Photo Gallery
click me!

Latest Videos