রাত পোহালেই বিয়ের পিঁড়িতে মিমি, ওমের পাশে বসেই চলল আশীর্বাদ পর্ব

Published : Feb 02, 2021, 08:46 AM IST

আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে মিমি দত্ত এবং ওম সাহানি। নতুন বছরের প্রথম দিনই রেজিস্ট্রি বিয়ের সুখবরটি দিয়ে ফেলেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। শুরু হয়ে গিয়েছে তাঁদের আইবুড়োভাত পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্ব আইবুড়োভাত সেরে ফেলে তৃতীয় পর্বও কমপ্লিট ওম এবং মিমির। কখনও কারও বাড়িতে আবার কখনও রেস্তোরাঁয় এভাবেই একসঙ্গে বসেই চলছে তাঁদের আইবুড়োভাত। বিয়ের নানা অনুষ্ঠানের ছবি পোস্ট করেই চলেছেন মিমি এবং ওম।

PREV
18
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে মিমি, ওমের পাশে বসেই চলল আশীর্বাদ পর্ব

একসঙ্গে পাশাপাশি বসে গুরুজনদের আশীর্বাদ নিলেন হবু দম্পতি। সেই ছবি এবার এল প্রকাশ্যে। 

28

মিমি নিজের ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করেছেন। যেখানে বিয়ের আগেরদিন চলল তাঁদের আশীর্বাদ পর্ব। 

38

হলুদ শাড়িতে দেখা যাচ্ছে মিমিকে। পরণে লাল ব্লাউজ। সোনার গয়নায় হালকা সাজেই সেজে উঠেছেন মিমি। 

48

অন্যদিকে ধূসর পাঞ্জাবিতে দেখা যাচ্ছে ওমকে। মিমির দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন হবু বর। 
 

58

ছবি গুলি পোস্ট করতেই ভক্তরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছে। আগামী দিনের জন্য হবু দম্পতির শুভকামনা করে চলেছে তারা। 

68

কাগজে কলমে এখন তাঁরা বৈধভাবে স্বামী স্ত্রী। রেজিস্ট্রি বিয়ে সেরে শেয়ার করছিলেন ছবি। 

78

২০২১-র প্রথমদিনেই শুভকাজ সেরে ফেলেন ওম এবং মিমি। করোনা আবহকে মাথায় রেখেই, ছোটখাটো জলসার আয়োজন করেছিলেন মিস্টার এবং মিসেস সাহানি। 

88


বহু বছরের সম্পর্ক এবার পেল নতুন নাম। আগামী ৩ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। 

click me!

Recommended Stories