রচনার হট অবতারে মুগ্ধ প্রসেনজিৎ, আদুরে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে

রচনা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় চোখ পড়া মানেই মুগ্ধ করা সমস্ত পোস্ট। প্রায় নিত্যদিনই নতুন কোনও পোস্ট করতেই থাকেন রচনা। নতুন প্রজন্মই যে কেবল সোশ্যাল মিডিয়া স্যাভি তা নয়, রচনাও নেটদুনিয়ার সমস্ত খুঁটিনাটি নখদর্পণে করে ফেলেছেন। প্রায়সই নিজের বিভিন্ন পোস্ট নিয়ে প্রকাশ্যে আসেন রচনা। সিঙ্গল পোস্ট করলেও ছড়িয়ে যায় লাইকের বন্যা। এবারও তার অন্যথা হল না। 

Adrika Das | Published : Feb 10, 2021 8:55 AM IST
18
রচনার হট অবতারে মুগ্ধ প্রসেনজিৎ, আদুরে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে


শীতের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন রচনা। 

28

একটি ক্যাফে তথা রেস্তোরাঁর টেবিলে বসে চলল দেদার আড্ডা। আড্ডা মানেই সেলফি তো থাকবেই। 

38

সেসবও শেয়ার করেছেন রচনা। এছাড়াও নিজের বেশ কিছু সেলফিও পোস্ট করেছেন রচনা। 

48

ধূসর রঙের মিডি ড্রেস পরেছেন রচনা। ছোট করে কাটা ওয়েভি হেয়ারস্টাইলে হটশট  দিদি নং ১-এর সঞ্চালিকা। 

58

এবার কেবল সাইবারবাসীরাই নয়, রচনার হট অবতারে মুগ্ধ হলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

68

রচনার সিঙ্গল পোস্টগুলিতে মন্তব্য করেছেন, 'ওলে বাবা লে।' আদুরে ভালবাসায় রচনাকে ভরিয়ে দিলেন বুম্বা দা। 

78

প্রসেনজিতের মন্তব্য মানেই রচনার পোস্টে লাইকের সংখ্যা আরও বেড়ে যাওয়া। ভাইরালও বেশি হওয়া।

88

প্রসেনজিতের আদুরপনায় গদগদ হয়েছে সাইবারবাসীরাও। তাঁদের আবার কবে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে, সে কথাও জিজ্ঞেস করে ফেলেছে ভক্তরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos