সৃজিতের থেকে গুমনামীর প্রস্তাব পাওয়া মাত্রই না বলেছিলেন প্রসেনজিৎ, পুরস্কার হাতে নিয়ে কারণ খোলসা সুপারস্টারের

Published : May 13, 2021, 09:24 AM IST

সৃজিত মুখোাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দশ বছরের পথ চলা। তারই মধ্যে অন্যতম সংযোজন গুমনামী। অথচ এই ছবির প্রস্তাব পেতেই সাফ না জানিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন, তা নিজের করলেন খোলসা। 

PREV
17
সৃজিতের থেকে গুমনামীর প্রস্তাব পাওয়া মাত্রই না বলেছিলেন প্রসেনজিৎ, পুরস্কার হাতে নিয়ে কারণ খোলসা সুপারস্টারের

২০১৯  সাল, বলিউড থেকে টলিউড, একের পর এক বক্স অফিস হিট ছবি দর্শকেরা উপহারে পেয়েছে। 

27

টলিউডে যার মধ্যে অন্যতম প্রেক্ষাপটের ছবি ছিল গুমনামী। অভিনয়ে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

37

জীবনী নিয়ে বা সত্য ঘটনা অবলম্বণে ছবি হওয়াটা এখন নতুন নয়। তাই বলে দেশনায়ক নেতাজিকে নিয়ে ছবি। 

47

ছবির প্রস্তাব নিয়ে প্রসেনজিতের কাছে হাজির সৃজিত মুখোপাধ্যায়। সবটা শুনে সাফ না জানিয়েছিলেন তিনি। 

57

সদ্য ফিল্ম ফেয়ারের পুরষ্কার বিতরণি মঞ্চে দাঁড়িয়ে প্রসেনজিৎ জনানা, যে মানুষটির ছবি প্রতিটা ভারতবাসীর ঘরে ঘরে, তার চরিত্রে অভিনেয়। 

67

অনেকটা সাহসের প্রয়োজন ছিল। আর ভরসা যুগিয়েছিলেন সৃজিত। বলেছিলেন ১০ বছরের সম্পর্ক, একটু ভরসা রাখো। তুমি পারবে। 

77

এই তুমি পারবে কথাটাই অনেকটা, সেই মুহূর্তে নিজের প্রাণ দিয়ে ছবিটটার পেছনে ঝাঁপিয়ে পড়তে আর তিনি পিছু পা হননি। 

click me!

Recommended Stories