সৃজিতের থেকে গুমনামীর প্রস্তাব পাওয়া মাত্রই না বলেছিলেন প্রসেনজিৎ, পুরস্কার হাতে নিয়ে কারণ খোলসা সুপারস্টারের
সৃজিত মুখোাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দশ বছরের পথ চলা। তারই মধ্যে অন্যতম সংযোজন গুমনামী। অথচ এই ছবির প্রস্তাব পেতেই সাফ না জানিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন, তা নিজের করলেন খোলসা।