শাড়ি লুটিয়ে শুয়ে রয়েছে ঋতুপর্ণা, উন্মুক্ত বক্ষে কেবল ফুলের ছড়াছড়ি, পুজো ফ্যাশন নিয়ে টলি ডিভা

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পুজো ফ্যাশন ইতিমধ্যেই টপ নচ। পুজোতে এবার কেমন ফ্যাশন নিয়ে আসছেন ঋতুপর্ণা, সেই ঝলকই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী। তবে শাড়িতেই সীমিত রয়েছেন তিনি। শাড়িতেও কীভাবে অসাধারণ সাজে সেজে উঠলেন ঋতুপূর্ণা তাই প্রকাশ পেল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ঋতুপর্ণার বয়স বাড়লেও তাঁর গ্ল্যামারে তা বোঝা মুশকিল। সম্প্রতি এমনই এক ছবি পোস্ট করে ঝড় তুললেন ঋতুপর্ণা। 

Adrika Das | Published : Oct 11, 2020 1:25 PM IST
18
শাড়ি লুটিয়ে শুয়ে রয়েছে ঋতুপর্ণা, উন্মুক্ত বক্ষে কেবল ফুলের ছড়াছড়ি, পুজো ফ্যাশন নিয়ে টলি ডিভা

উন্মুক্ত বক্ষযুগলের উপর রাখা সামান্য কয়েক গাছা ফুল। সেই ফুলগুলিই আপাতত তৈরি হয়েছে ঋতুপর্ণার পোশাক।

28

শাড়ির মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া। সাদা শাড়ি সঙ্গে রঙে বেরঙের সুতোর কাজ, তবে শরীরে নেই ব্লাউজ। 

38

সেই ব্লাউজের জায়গায় এসেছে ফুলের তোরা। এমনকি ঋতুপর্ণা শুয়েও আছেন ফুলেনর বিছানায়। 

48

ছবি দেখেই নেটিজেনের মাথায় হাত। সকলের প্রায় ঘাম ঝড়তে শুরু করেছে এই ছবি দেখে। 

58

এমন সাজের জন্যই কি গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে। এই ধরণের মজার কমেন্ট করেছে ভক্তরা। 

68

ঋতুপর্ণার রূপ এবং যৌবন, দু'টোই যে একেবারে ছক্কা হাঁকাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তা আর বুঝতে বাকি নেই। 

78

দিন কতক আগেও এমনই ছবি পোস্ট করেছিলেন ঋতুপর্ণা যেখানে উন্মুক্ত বক্ষে শাড়ি জড়িয়ে বসে রয়েছেন তিনি। 

88

সাবেকি গয়না, খোঁপায় ফুল, হাতে ফুলের সাজি নিয়ে বসে তিনি। তাঁর প্রতিটি সাজেই এখন পুজো পুজো ভাব।

Share this Photo Gallery
click me!

Latest Videos