Sleeveless ব্লাউজে নতুন প্রেমের ছোঁয়া, বসন্তকে আগমণ জানিয়ে ঋতুপর্ণার জীবনে নয়া সূচনা

শীতের আমেজ কাটছে ক্রমশ। শীতল বাতাসের দিন হয়ে উঠছে অতীত। বসন্ত আসছে ধেয়ে। তারই সঙ্গে ঋতুপর্ণার জীবনে এসেছে নতুন প্রেম। সেই প্রেম অবশ্য কোনও ব্যক্তির জন্য নয়। এই ভালবাসা হল সেল্ফ লাভ। যা আজকের যুগে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেল্ফ লাভ অর্থাৎ নিজেকে ভালবাসার সঙ্গে বসন্তের কী সম্পর্ক। বসন্ত এবং প্রেমের সম্পর্ককে আরও গাঢ় বানিয়ে ফেললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Adrika Das | Published : Feb 19, 2021 4:01 PM
18
Sleeveless ব্লাউজে নতুন প্রেমের ছোঁয়া, বসন্তকে আগমণ জানিয়ে ঋতুপর্ণার জীবনে নয়া সূচনা

বসন্তকে আগমন জানাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টের মাধ্যমে নিজের নিত্যদিনের আপডেট দিতে থাকেন। 

28

কখনও হটনেসে ভরা নিজের শরীরী আবেদন আবার কখনও শাড়িতে নিজেকে মুড়ে হয়ে ওঠেন অনন্যা। 

38


সম্প্রতি বসন্তকে আহ্বান জানিয়ে পোস্ট করলেন নিজের সেই অনন্যা রূপ। যেখানে তাঁকে দেখা যাচ্ছে শাড়িতে। 

48

সাদা কালো রঙের সঙ্গে লালের ছোঁয়া। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। জাঙ্ক জুয়েলারিতে সাজিয়ে তুলেছেন নিজেকে। 

58


খোলা ঘন চুল রাখা একপাশে। এক গাল হাসিতে বসন্তের সেল্ফ লাভ নিয়ে এসেছেন তিনি। 

68

শাড়ি ক্ল্যাড বঙ্গলালনার এই ছবিতে চোখ কপালে উঠেছে সাইবারবাসীর। ছবি পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, 'বসন্তকে আহ্বান জানাচ্ছি হাসিমুখে।'

78

ঋতুপর্ণার এই নিত্যদিনের পোস্টগুলি পাওয়ার অপেক্ষায় বসে থাকে তাঁর ভক্তরা। আজ বহুদিন ধরে এই চলচ্চিত্র জগতে কাজ করছেন তিনি। 

88

নতুন প্রজন্মের নায়িকাদের টেক্কা দিয়েই আজও তিনি ভাইরাল ক্যুইন। এখনও ঋতুপর্ণার এক পোস্টেই বয়ে যায় লাইকের বন্যা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos