লো নেক কাট মনোকিনিতে বেরিয়ে আসছে বক্ষ-বিভাজিকা, উন্মুক্ত উরুতে সুপারহট দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সুইমিংপুলের মধ্যে মনোকিনি পরে মিঠে রোদ গায়ে মেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র। জলকেলির ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।