বাংলা টেলিজগতে ফের বিয়ের সানাই, ব্যাচেলারেট পার্টিতে ছড়াল সন্দীপ্তার হটনেস

টলিউড থেকে বাংলা টেলিজগৎ, চারিদিকেই বিয়ের সানাই। একের পর এক সেলেব দম্পতিরা বাঁধা পড়ছেন বিয়ের বন্ধনে। অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী, দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। মাস খানেক পর বিয়ে হতে চলেছে টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের। রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলেছেন মিমি দত্ত এবং ওম সাহানি। সব মিলিয়ে এখন বিয়ের মরশুমে মেতেছে টলিউড ও বাংলা টেলি জগৎ। আরও এক সেলেব জুটি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

Adrika Das | undefined | Published : Jan 6, 2021 4:16 PM
18
বাংলা টেলিজগতে ফের বিয়ের সানাই, ব্যাচেলারেট পার্টিতে ছড়াল সন্দীপ্তার হটনেস

বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তরুণকুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকের অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। 

28

আগামী ১৫ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। 
 

38

বিয়ের নানা প্রস্তুতির মাঝে নিজের ব্যাচেলারেট পার্টি সেরে ফেললেন ব্রাইড টু বি ত্বরিতা। 
 

48

সেখানেই উপস্থিত ছিলেন তাঁর মেড অফ অনার অর্থাৎ ঘনিষ্ঠ বান্ধবীরা। নজর গেল অবশ্য সন্দীপ্তা সেনের দিকেই। 
 

58

সাদা রঙ ছিল পার্টির থিম। সাদা টপ, সাদা শ্রাগ এবং হট প্যান্টে দেখা গিয়েছে টেলিদুনিয়ার সেনসেশন সন্দীপ্তাকে। 

68

ত্বরিতার ব্যাচেলারেট পার্টিতে উন্মাদের মত আনন্দ করলেন সন্দীপ্তা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে পোস্ট করেছেন। 

78

ত্বরিতার সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, "অবশেষে ফআইনাল কাউন্টডাউন শুরু।"  

88

এই ব্যাচেলারেট পার্টি দেখে ভক্তমহল এখন সন্দীপ্তার বিয়ে নিয়ে বেশ উদ্যোগী হয়ে উঠেছে। বারে বারে তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করে চলেছে কমেন্ট সেকশনে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos