সোশ্যাল মিডিয়ার হটকেক শর্মিষ্ঠা, রইল অভিনেত্রীর সেরা কিছু ছবি

টলিউডে তাঁর বেশিদিন হয়নি ঠিকই তবে ইতিমধ্যেই তিনি নেটদুনিয়ার হটকেক হয়ে উঠেছেন। কভি খুশি কভি গমের পু অর্থাৎ পূজার সঙ্গে এই অভিনেত্রীর দারুণ মিল। শর্মিষ্ঠা আচার্য এখনও পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাত্র দু'টি ছবি করেছেন। আর তাতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। জনপ্রিয়তার কারণ হল অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল। 

Adrika Das | Published : Mar 24, 2020 5:41 PM
110
সোশ্যাল মিডিয়ার হটকেক শর্মিষ্ঠা, রইল অভিনেত্রীর সেরা কিছু ছবি
বোল্ডনেসের সঙ্গে শর্মিষ্ঠার সম্পর্ক যে বহুদিনের তা শর্মিষ্ঠার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নেই।
210
অন্তর্বাস পরে হোক কিংবা শাড়ি, সবেতেই সাবলিল শর্মিষ্ঠা। রিভিলিং পোশাকে তিনি যথেষ্ট স্বাচ্ছন্দবোধ করেন। যদিও ক্যারি করারও একটা বিষয় রয়েছে।
310
শরীরে হালকা মেদ থাকলেও স্বল্প পোশাকে সেই মেদ তুলে ধরতে মোটেই লজ্জা পান না শর্মিষ্ঠা। বরং কনফিডেন্টের সঙ্গে নিজের ফিগার শো অফ করেন।
410
সম্প্রতি একটি স্পোর্টস ব্রা পরে ছবি পোস্ট করেছেন শর্মিষ্ঠা। যেখানে ক্যাপশনে লিখেছেন তিনি হোম আইসোলেশনে বেশ বোর হচ্ছেন।
510
তবে তাঁর বোর হওয়াতেই লাভবান হয়েছে নেটিজেনরা। তাঁর নানা ইনস্টাগ্রাম পোস্ট রীতিমত মনোরঞ্জন হয়ে উঠেছে সকলের কাছে।
610
শর্মিষ্ঠা কেবল স্টাইলিশ পোশাকে ছবি পোস্ট করেন তা কিন্তু একেবারেই নয়। ফিটনেসের প্রতিও অগাদ টান তাঁর।
710
প্রায়সই জিমের ছবি পোস্ট করেন শর্মিষ্ঠা। বলিউড সেলেব্রিটিরাই যে কেবল জিম লুক ভাইরাল করেছেন তা নয়।
810
নিত্যদিন নানা ধরণের স্টাইলিশ জিমওয়্যার পরে সকলকে জিমলুক গোলস দিচ্ছেন অভিনেত্রী।
910
আপাতত জিমে যেতে পারছেন না বলেই হয়তো শর্মিষ্ঠার বোরজম আরও বেড়ে চলেছে।
1010
শর্মিষ্ঠার সঙ্গে কভি খুশি কভি গমের, পু-এর মিল এখানেই। স্টাইল ডিভার পাশাপাশি ফিটনেস ফ্রিকও শর্মিষ্ঠা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos