প্রিয় পোষ্যর সঙ্গে আদরে মত্ত সোহিনী, কোয়ারেন্টাইনে দিলেন বিশেষ বার্তা

Published : Apr 11, 2020, 03:43 PM IST

 বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী।  বর্তমানে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আতঙ্কের আর এক নাম করোনা।   ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মানুষ স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছেন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। টলিপাড়ার অভিনেত্রী সোহিনী সরকারও সেই  তালিকায় নিঃসন্দেহে রয়েছেন। সম্প্রতি কোয়ারেন্টাইনে প্রকাশ্যে এসেছে  অভিনেত্রীর বিশেষ কিছু মুহূর্তে। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজের প্রিয় পোষ্যের সঙ্গে আদরে মাখা খুনসুটির ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এর সঙ্গে এক বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। দেখে নিন ছবিতে।

PREV
110
প্রিয় পোষ্যর সঙ্গে আদরে মত্ত সোহিনী, কোয়ারেন্টাইনে দিলেন বিশেষ বার্তা
সমস্ত তারকাদের মতোই গৃহবন্দি রয়েছেন সোহিনী সরকার।  বাড়িতে বসেই প্রিয় পোষ্যর সঙ্গেই সময় কাটছে তার।
210

নিজের প্রিয় মিনির সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
310
মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
410

পোষ্যের সঙ্গে আদরে, খুনসুটিতে মেতে রয়েছেন সোহিনী।
510
একেবারে কোলের উপর বসিয়ে নিয়ে, কখনও বা গালে গাল ঠেকিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন মিনিকে।
610
ছবি পোস্ট করে ক্যাপশনে এক বিশেষ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন,এই পরিস্থিতিতে আমাদের পোষ্যেরা নিজেদের যত্ন নিতে পারে না। তাই ওদের যত্ন নিজেরাই নিন।
710
অভিনয় নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী। 
810
বেশ কিছুদিন ধরেই  তার প্রেম নিয়ে টলিপাড়ার গুঞ্জন চলছে। কার সঙ্গে রিলেশনে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার তা জানার আগ্রহের শেষ ছিল না।
910
অবশেষে ভালবাসার দিবসের দিন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সোহিনী সরকার।
1010
কিছুদিন আগেই ভালবাসার মানুষের সঙ্গে গোলাপি সিটি জয়পুরে ছুটি কাটিয়ে এসেছেন সোহিনী।
click me!

Recommended Stories