রাণী রাসমণির প্রসন্নের এই রূপ দেখলে অবাক হবেন আপনিও, নেটদুনিয়ার হটকেক এখন সোমাশ্রী

রেশম ঝাঁপি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সোমাশ্রী ভট্টাচার্য। শুভদৃষ্টিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। এখন রাণী রাসমণির ধারাবাহিকে প্রসন্নের ভূমিকায় আছেন তিনি। প্রতিটি ধারাবাহিকে সাবলিল চরিত্রে অভিনয় করেন সোমাশ্রী। নেগেটিভ রোল হোক বা সাধারণ গৃহিনীর চরিত্র, সবেতেই অভিনেত্রী হিসেবে দক্ষ তিনি। কেবল অভিনয় নয়, আরও একটি গুণ আছে সোমাশ্রীর। টেলি জগতে তাঁর মত ফ্যাশন সেন্স খুব কম অভিনেত্রীর আছে বললেই চলে।  
Adrika Das | Published : Apr 10, 2020 4:20 PM IST
110
রাণী রাসমণির প্রসন্নের এই রূপ দেখলে অবাক হবেন আপনিও, নেটদুনিয়ার হটকেক এখন সোমাশ্রী
তাঁর ইনস্টাগ্রামে খানিক উঁকি ঝুকি মারলেই তিনি যে ফ্যাশানিস্তা তা নজরে পড়বে। 
210
সোমাশ্রীর বোল্ডনেসে ধরা পরে তাঁর ক্যাজ্যুয়াল ড্রেসিং সেন্সে। কখনও হট প্যান্টে তো কখনও শর্ট ড্রেসে।
 
310
নানা পোশাকেই বেশ স্বাচ্ছন্দ বোধ করেন সোমাশ্রী। তাঁর ফ্যাশন যে কেবল শর্ট ড্রেসেই আটকে তা নয়।
 
410
কোন পোশাকের সঙ্গে কীরকম সাজ মানানসই বা এখন ফ্যাশন ট্রেন্ড হিসেবে কোনটা বেশি চলছে, সবের খবর রয়েছে তাঁর কাছে।
510
হট প্যান্টের সঙ্গে যে সাধারণ টিশার্ট এবং স্নিকার্সই যথেষ্ট তা এই ছবি দেখলেই বোঝা যায়।
 
610
হটনেস যে কেবল খোলামেলা পোশাকেই বেরিয়ে আসে না তা প্রমাণ করলেন সোমাশ্রী।
710
সাধারণ ড্রেস পরেও তাঁর হটনেস ছড়িয়েছে নিজের রূপের মাধ্যমে। 
810
রাণী রাসমণিতে প্রসন্নের ভূমিকায় দেখার পর এই অবতারে তাঁকে দেখে খানিক অবাকই লাগবে অনেকের। 
910
সোমাশ্রীর ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় একেবারে অন্য রকম। যেই ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
 
1010

সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখলে চেনার জো নেই। ব্যক্তিগত জীবনে তেমন মেকআপ করতে পছন্দ করেন না সোমাশ্রী। 
Share this Photo Gallery
click me!

Latest Videos