ঘরে যেন মন টিকছে না শ্রাবন্তীর (Srabanti Chatterjee) । এককথায় বলতে গেলে নায়িকার মন এখন উরু উরু। বেড়ানোর নেশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিবাহবিচ্ছেদের মধ্যেও এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী। কয়েকদিন আগেই মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন নায়িকা ফের বেরিয়ে পড়েছেন দুবাই সফরে।