রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখন তো ছেলের প্রেম করার বয়স '। শ্রাবন্তী বলেন, 'একদম। আমি তো ওর বান্ধবীদের সঙ্গে কথা বলি,সবাই আমার বন্ধুর মতো, সবাইকে নিয়ে খেতেও যাই '। তবে ভবিষ্যতে কেমন শাশুড়ি হবেন টলি সুন্দরী তা-ও জানতে চান রচনা। পাল্টা জবাবে সাফ বলেন, 'একদম মাই ডিয়ার '।