তৃতীয় বিচ্ছেদের মধ্যেই জীবনে এসেছে নতুন প্রেম। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অলিতে গলিতে। প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা অভিরূপ। পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) । তবে প্রেমিককে সকলের থেকে আড়ালে রাখতেই পছন্দ করেন শ্রাবন্তী। তবে দিনকয়েক আগেই আড়ালে নয়, বরং অভিরূপের পাশে বসেই ক্যামেরায় পোজ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।