গণেশ পুজোর দিন কোলে এল ফুটফুটে পুত্র সন্তান, সাক্ষাৎ গণপতি-কে পেয়ে আপ্লুত শ্রাবন্তী

গণেশ চতুর্থীর দিন শ্রাবন্তীর পরিবারে এল  নতুন সদস্য। এবং সেই বিশেষ দিনেই সুখবর দিলেন টলিপাড়ার এই নায়িকা। প্রায় ১৮ বছর পর সাক্ষাৎ -গণপতি এল অভিনেত্রীর ঘরে। মা হয়েছেন শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়। এবং সেই বোনপোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী।
 

Riya Das | Published : Sep 11, 2021 8:00 AM
110
গণেশ পুজোর দিন কোলে এল ফুটফুটে পুত্র সন্তান, সাক্ষাৎ গণপতি-কে পেয়ে আপ্লুত শ্রাবন্তী


গণেশ চতুর্থীর দিন শ্রাবন্তীর পরিবারে এল  নতুন সদস্য। এবং সেই বিশেষ দিনেই সুখবর দিলেন টলিপাড়ার এই নায়িকা।  আপাতত সেই উচ্ছ্বাসে ভাঁসলেন অভিনেত্রী।

210

প্রায় ১৮ বছর পর সাক্ষাৎ -গণপতি এল অভিনেত্রী শ্রাবন্তীর ঘরে। মা হয়েছেন শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়। এবং সেই বোনপোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী

310

প্রায় ১৮ বছর পর সাক্ষাৎ -গণপতি এল অভিনেত্রী শ্রাবন্তীর ঘরে। মা হয়েছেন শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়। এবং সেই বোনপোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী

410

এবার বেশ খানিকটা দায়িত্ব যেন বেড়ে গেল শ্রাবন্তীর। একরত্তির ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , 'ছেলে হয়েছে, তোর জন্য অনেকটা খুশি দিদি, অনেক ভালবাসা'।
 

510

২০১৬  সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তীর দিদি স্মিতা ও সুজয়। দিদি ও জামাইবাবু দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। বর্তমানে মৌচাক ধারাবাহিকে কাজ করছেন স্মিতা।
 

610

ছেলে অভিমন্যু  ও হবু বউমা দামিনীকে নিয়ে সদ্যই মলদ্বীপে উড়ে গেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে ছিলেন এই মলদ্বীপ ট্রিপে।

710

নিজের সোশ্যাল মিডিয়ায়  মলদ্বীপ ভ্যাকেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। হাতে লাল পানীয়র গ্লাস, সাদা  লং শার্ট পরে বোল্ড অবতারে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।  বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে চোখ কপালে নেটিজেনদের।

810


এবার ঘুরে এসেও ঘরে মন টিকছে না শ্রাবন্তীর। বন্য প্রাণের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী। তবে এই সফরের সঙ্গী কে, তা জানা না গেলেও চর্চিত প্রেমিকের নামই উঠে আসছে শিরোনামে।

910


শ্রাবন্তীর পোস্ট করা ছবিতে ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে লিখেছেন, 'জঙ্গলের মাঝে ... জিম করবেট'। জাতীয় উদ্যানের বন্য প্রকৃতি লেন্সবন্দি করেছেন নায়িকা।

1010


অভিমন্যু মুখোপাধ্যায়ের আপকামিং ছবি লকডাউন-এ দেখা যাবে শ্রাবন্তীকে। ছবিতে মিঠাই এর লিডিং হিরো উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়, ওম,মানালি, সোহম-কেও দেখা যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos