Published : Jan 16, 2021, 12:16 PM ISTUpdated : Jan 17, 2021, 04:35 AM IST
টলিউড যেমন বিয়ের খবরে ভেসে যাচ্ছে তেমনই কয়েকজন সেলেব দম্পতির মধ্যে তৈরি হয়েছে মন মালিন্যতা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের সম্পর্কে চিড় ধরা নিয়ে চারিদিকে নানা গুঞ্জন। সেই গুঞ্জন শুরু হয় গত বছর দুর্গাপুজোর পর থেকেই। জানা যায়, তাঁরা আর একসঙ্গে থাকছেন না। প্রথম ও দ্বিতীয় বিয়ের পর তৃতীয় বিয়েও ভাঙতে বসেছে শ্রাবন্তীর।
মনের অমিল, কথা কাটাকাটি, সম্পর্কে ঠিক কী কারণে চিড় ধরল তা এখনও জানা যায়নি।