শ্রাবন্তীকে ভুলে অবশেষে পাশে পেলেন এই 'বিশেষ বান্ধবীকে', রোশনের পোস্টে জল্পনা তুঙ্গে

টলিউড যেমন বিয়ের খবরে ভেসে যাচ্ছে তেমনই কয়েকজন সেলেব দম্পতির মধ্যে তৈরি হয়েছে মন মালিন্যতা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের সম্পর্কে চিড় ধরা নিয়ে চারিদিকে নানা গুঞ্জন। সেই গুঞ্জন শুরু হয় গত বছর দুর্গাপুজোর পর থেকেই। জানা যায়, তাঁরা আর একসঙ্গে থাকছেন না। প্রথম ও দ্বিতীয় বিয়ের পর তৃতীয় বিয়েও ভাঙতে বসেছে শ্রাবন্তীর। 
মনের অমিল, কথা কাটাকাটি, সম্পর্কে ঠিক কী কারণে চিড় ধরল তা এখনও জানা যায়নি। 

Adrika Das | Published : Jan 16, 2021 12:16 PM / Updated: Jan 17 2021, 04:35 AM IST
18
শ্রাবন্তীকে ভুলে অবশেষে পাশে পেলেন এই 'বিশেষ বান্ধবীকে', রোশনের পোস্টে জল্পনা তুঙ্গে

কারণ ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলা একেবারেই বন্ধ করে দিয়েছেন শ্রাবন্তী। তাঁকে জিজ্ঞেস করা হলেও এ বিষয় মুখে কূলুপ এঁটেছেন তিনি। 

28

কোন মন্তব্য না করেলও একে অপরের দিকে রীতিমত কাদা ছোড়াছড়ি শুরু করেছে দিয়েছেন তাঁরা। 

38

সোশ্যাল মিডিয়ায় প্রায় নিত্যদিন কোনও না কোনও আপডেট আসতে থাকে, যা পরোক্ষভাবে পরস্পরকে উপহাস করে। 

48

এবার শ্রাবন্তীকে একেবারে নিজের স্মৃতি থেকে ঝেড়ে ফেলেছেন রোশন। তাঁর রিসেন্ট সোশ্যাল মিডিয়া আপডেট দেখে তেমনটাই অনুমান করছে নেটিজেনরা। 

58

এক অন্য মহিলার সঙ্গে ছবি পোস্ট করেছেন রোশন। ক্যাপশনে লিখেছেন, "এই বান্ধবী আমার মনে থাকে।"

68

রোশনের এই বিশেষ বান্ধবীর নাম আনম খান। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। এবং তাঁর ফলোয়ার সংখ্যা মটেই কম নয়। 

78

নিজের ইনস্টাগ্রামে নিত্যদিন কোনও না কোনও পোস্ট করতেই থাকে আনম। তবে রোশনের সঙ্গে তেমন কোনও ছবি পোস্ট আনম করেনি।

88

পাব্লিক করা প্রোফাইলে নিজের ছবিতেই ভরিয়ে রেখেছে আনম। বিনোদন জগতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে ধরা যাচ্ছে এই মুহূর্তে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos