'দিথি'র গ্ল্যামার চুঁইয়ে পড়ছে ক্রমশ, মেয়েকে নিয়ে কি চিন্তা বাড়ল শ্রীময়ীর

ঐশী ভট্টাচার্যকে 'শ্রীময়ী' ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে হিসাবে দেখেই অভ্যস্ত দর্শকমহল। সেই ঐশী হঠাৎ আমূল পাল্টে গেলেন। অফ শোল্ডার কালো পোশাকে মাত দিচ্ছেন তাবড় তাবড় অভিনেত্রীদের। নিজের এক বন্ধুর সঙ্গে বম্বশেলের মত পোজ দিয়ে ছবি তুলেছেন ঐশী। শ্রীময়ীর অনস্ক্রিন মেয়ে দিথি আর সেই ছোট্ট দিথি নেই। ক্রমশ ডিভা হয়ে উঠছে সে। তবে দিথি নাকি ঐশী ভট্টাচার্য। কার ডিভা রূপ প্রকাশ পাচ্ছে ক্রমাগত। 

Adrika Das | Published : Dec 1, 2020 6:12 PM IST
18
'দিথি'র গ্ল্যামার চুঁইয়ে পড়ছে ক্রমশ, মেয়েকে নিয়ে কি চিন্তা বাড়ল শ্রীময়ীর

শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে দিথির ভূমিকায় অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য। তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বললে খুব একটা ভুল হবে না। 

28

ঐশীর একের পর এক ছবিতে নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল। সম্প্রতি মনোক্রমে নিজের রূপের বহর দেখালেন তিনি। 

38


সাদা কালো ছবিতে নো মেকআপ লুক। খোলা চুলে সৌন্দর্যের সাহকাহন নিয়ে হাজির অভিনেত্রী। 

48

দিন কতক আগে নীল শাড়িতেও সেজে উঠেছিলেন ঐশী। যা দেখে কপালে হাত পড়েছিল নেটিজেনদের। 

58

ঐশীর ফ্যান ফলোয়িং নেহাতই কম নয়। জেন ওয়াই এবং এক্সের ছেলেরা তাঁকে ইতিমধ্যেই ইন্টারনেট ক্রাশ হিসেবেও ধরে নিয়েছে।

68

ঐশী বিনোদন জগতে পদার্পণ করেছিলেন বেশ ছোট বয়স থেকেই। খনা ধারাবাহিকে খনার মেয়েবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। 

78

সেখান থেকেই এক নাগারেই টেলি এবং টলি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। এবং নিজের অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হন তিনি। 

88

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়সই শ্রীময়ী ধারাবাহিকের বিহাইন্ড দ্য সিনসের ছবি ভিডিও পোস্ট করে থাকেন ঐশী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos