জুনের খেলা শেষ, শ্রীময়ীর কাছে অবশেষে কি হার মানতে বাধ্য হবে সে

শ্রীময়ী ধারাবাহিকে একের পর এক নতুন গল্পের মোড়। এতদিনে অনিন্দ্যর সঙ্গে আলাদা হয়ে গিয়ে নিজের কাজে মগ্ন হয়েছিল শ্রীময়ী। জুন অন্যদিকে বারে বারে শ্রীময়ীর জীবন দুর্বিসহ করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে। অনিন্দ্যর মনে শ্রীময়ীর জন্য ফের বাড়তে থাকা ভালবাসা, দেখে জুনের মনে হিংসা বাড়তে থাকে। যার জেরে সে মিথ্যে ঘটনার জেরে শ্রীময়ীকে ফাঁসিয়ে দেয়। 

Adrika Das | Published : Feb 10, 2021 10:01 PM
18
জুনের খেলা শেষ, শ্রীময়ীর কাছে অবশেষে কি হার মানতে বাধ্য হবে সে

তার গর্ভে থাকা সন্তানকে নষ্ট করেছে শ্রীময়ী। এমনই অভিযোগ এনে শ্রীময়ীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় জুন। 

28

যার পর শ্রীময়ীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। জুনের প্রেগনেন্সি মিথ্যে ছিল বলে অনুমান করে ছিল দর্শকরা। 

38


গ্রেফতারির পরই শ্রীময়ীকে আদালতে তোলা হয়। এখন চলছে টানটান উত্তেজনামূলক পর্ব।

48

শ্রীময়ীর আইনজীবী শক্তহাতেই মামলাটি নিয়ে নিয়েছেন। যার জেরে শ্রীময়ীর রক্ষা পাওয়ার সুযোগ বেড়ে গিয়েছে। 

58

অন্যদিকে অনিন্দ্যর সুর গিয়েছিল পাল্টে। বহুদিন আগে থেকে জুনের সঙ্গে আড়ো আড়ো ছাড়ো ছাড়ো ভাব। 

68

আদালতে দাঁড়িয়ে জুনের বিরুদ্ধেই কথা বলে যায় সে। শ্রীময়ীকে বাঁচাতে এবার এগিয়ে এল তার প্রাক্তন স্বামীও। 

78

অবশেষে জুন ফাঁসছে নিজের ষড়যন্ত্রে। গল্পের মোড় ঘুরছে ক্রমশ। জুনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আসছে প্রকাশ্যে। 

88

তবে কি জুন হার মানতে বাধ্য হবে শ্রীময়ীর কাছে। শ্রীময়ীর জীবন থেকে ভ্রূণহত্যার অভিযোগ কি মিটবে। আগামী দিনেই পাওয়া যাবে উত্তর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos