সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ি ফিরতে না ফিরতে ছোট্ট ইউভান-কে গিয়ে খুনসুটিতে মত্ত সকলেই। এরই মধ্যে ছোট্ট সিম্বা-কে নিয়ে একের পর এক ভিডিও পোস্ট করছেন হবু বাবা রাজ। কখনও রবিবারের সকাল দেখাচ্ছেন আবার কখনও সকলকে গুড মর্নিং উইশ করছে ছোট্ট ইউভান। ইউভানকে নিয়ে মাত গোটা টলিপাড়া । এই আনন্দের মধ্যেই অনেকদিন পর ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন হবু মা শুভশ্রী। কপালে মাখা সিঁদুর, লাল-সাদা শাড়ি,সাদা নরম বিছানায় আদরে-খুনসুঁটিতে মত্ত অভিনেত্রী শুভশ্রী, একঝলকে দেখে নিন ছবিগুলি।