উজান চট্টোপাধ্যায় নিঃসন্দেহে টিউলিপের হটেস্ট ডাক্তার। রিল দুনিয়া থেকে বেরিয়ে রিয়েল জগতে আবার টেলিদুনিয়ার হটেস্ট অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। দিনে দিনে ক্রমশ বেড়ে চলেছে তাঁর ফ্যান ফলোয়াড়ের সংখ্যা। নিজের গুডলুকসের কারণেই নয়, অভিনয় ও লুকানো প্রতিভার জন্য তাঁকে পছন্দ করে ভক্তরা।