টেলিদুনিয়ার হটেস্ট ডাক্তার 'উজান', অফ-ক্যামেরাও হটনেসের তাপমাত্রা তুঙ্গে শন বন্দ্যোপাধ্যায়ের

উজান চট্টোপাধ্যায় নিঃসন্দেহে টিউলিপের হটেস্ট ডাক্তার। রিল দুনিয়া থেকে বেরিয়ে রিয়েল জগতে আবার টেলিদুনিয়ার হটেস্ট অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। দিনে দিনে ক্রমশ বেড়ে চলেছে তাঁর ফ্যান ফলোয়াড়ের সংখ্যা। নিজের গুডলুকসের কারণেই নয়, অভিনয় ও লুকানো প্রতিভার জন্য তাঁকে পছন্দ করে ভক্তরা। 

Adrika Das | Published : Mar 16, 2020 1:02 PM / Updated: Mar 16 2020, 01:04 PM IST
110
টেলিদুনিয়ার হটেস্ট ডাক্তার 'উজান', অফ-ক্যামেরাও হটনেসের তাপমাত্রা তুঙ্গে শন বন্দ্যোপাধ্যায়ের
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতির পরিচয় সকলে প্রথমদিকে চিনত শনকে। ধীরে ধীরে বাংলা মডেলিং জগতে নিজের ভিন্ন পরিচয় তৈরি করেন তিনি।
210
বাংলা মডেলিংয়ের জন্য যথেষ্ট ট্রেনিং নিয়ে বহু জনপ্রিয় ম্যাগাজিনের কভারে দেখা গিয়েছে তাঁকে। রানওয়ে থেকে ছোটপর্দায় আসার জন্য সুপ্রিয়া দেবীর নাতির পরিচয় যথেষ্ট ছিল না।
310
নৈনিতালে বড়ো হয়ে ওঠা শনের। সেখানে বাংলা শেখার কোনও সুযোগ ছিল না। সুযোগ না থাকলে কি হবে, সুযোগ কীভাবে করে নিতে হয় তা শনের ভালই জানা ছিল।
410
বাংলা ভাষার প্রতি গভীর টানের কারণেই একেবারে ঝড়ঝড়ে বাংলা বলতে শেখেন তিনি। সেখান থেকেই বাংলা বিনোদন জগতে কাজ করার ইচ্ছাও প্রখর হয়।
510
কলকাতায় বেশ কিছু বছর কাটাতে কাটাতে মডেলিং শুরু করেন শন। মডেলিং থেকেই অভিনয়ের প্রতি ভালবাসা জাগে তাঁর।
610
তাঁর চেহারা, ব্যবহার এবং কথা বলার স্টাইল বাংলা টেলিভিশন জগতে নিতান্তই কম। শনের এই হাটকে পার্সোন্যালিটির কারণেই ভক্তদের সংখ্যাও রীতিমত তুঙ্গে।
710
মডেলিং অভিনয় ছাড়াও শনের রয়েছে অন্যান্য প্যাশন। যেমন ওয়ার্ক আউট। বিশেষ ট্রেনিং ও কঠিন অধ্যাবসায় এইট প্যাক অ্যাবস তৈরি করে চোখ কপালে তুলেছেন আট থেকে আশির।
810
ফিটনেসের বিষয় তিনি যতটা সিরিয়াস ততটাই আর্ট নিয়েও ভাবেন শন। ছবি আঁকতে বেশ পছন্দ করেন অভিনেতা। বিভিন্ন ধরণের অ্যাবস্ট্রাক্ট পেন্টিং অথবা স্কেচ করে মাঝে মধ্যেই পোস্টরেন সোশ্যাল মিডিয়ায়।
910
রাধাকৃষ্ণের একটি স্কেচ করে পোস্ট করেছিলেন শন। যা দেখার পর শনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আঁকা, অভিনয়, মডেলিং, ফিটনেস, পুরো প্যাকেজ হিসেবে শনকে দেখে সকল মহিলা ভক্তরা।
1010
প্রসঙ্গত 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের সিক্যুয়েলে ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ঋষি কৌশিককেই এতদিন ডাক্তার উজানের চরিত্রে ভেবে অভ্যস্ত ছিল দর্শকমহল। তবে শনকেও ধীরে ধীরে উজানের রূপে পছন্দ করছে জেন এক্স।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos