বিয়ের আগে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে দেবলীনার, কারণ নিজেই জানালেন Bride To Be

দেবলীনা কুমারের সঙ্গে গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়েই এখন সরগরম টলিপড়া। বহুদিনের প্রেম তাঁদের। সেই প্রেমের সম্পর্ক ছাড়িয়ে এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। এই বছর ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের পাওয়ার কাপল। বিয়ের আগে কমবেশি সকল মেয়েদের মনেই উত্তেজনা একই রকম থাকে। বিয়ের সাজ থেকে শুরু করে নতুন জীবনের সূচনা, সব নিয়েই উন্মাদনায় মেতে এখন দেবলীনাও। 

Adrika Das | Published : Nov 29, 2020 7:29 PM
18
বিয়ের আগে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে দেবলীনার, কারণ নিজেই জানালেন Bride To Be

বিয়ের আগে ক্রমশ বাড়ছে তাঁর গ্লো। বিয়ের আগে এই গ্লো বেড়ে যাওয়ার কারণ কোনও স্কিন ট্রিটমেন্ট নয়।

28

আলাদা করে ত্বক কিংবা শরীরচর্চাও করছেন না তিনি। গ্লো বাড়ার কারণ হল তাঁর পছন্দের স্পোর্ট সাইকলিং। 

38

৭৫ কিলোমিটার একদিনে সাইকলিং করেছেন দেবলীনা। এবং ওনার বিশ্বাস এই কারণেই তাঁর গ্লো বেড়ে গিয়েছে। 

48

সম্প্রতি ফাঁকা রাস্তার মাঝে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। পরণে লাল রঙের লং ড্রেস এবং সাদা জ্যাকেট। 

58

দু'হাত তুলে টাইট্যানিকের পোজের দাঁড়িয়ে দেবলীনা। মিসেস গৌরব চট্টোপাধ্যায়ের হওয়ার আগে এখন তিনি ক্লাউড নাইনে। 

68

'ফ্লাইং' লিখে ছবিটি শেয়ার করেছেন তিনি। বিয়ের আগেই ভক্তরা তাঁকে শুভেচ্ছাবার্তা জানাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। 

78

ডিসেম্বরের ৯ তারিখেই ঠিক হয়েছে বিয়ের দিন। মহানায়কের উত্তরসূরী গৌরবের সঙ্গে দেবলীনার রেজিস্ট্রি হবে ১৫ ডিসেম্বর।

88

তার আগে ৯ হবে অগ্নি সাক্ষী রেখে বিয়ে। আগামী বছর মার্চ মাসে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন তাঁরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos