সহজ কথায় সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন মনামী। প্রায়শই নিজের ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যা ভাইরাল হয়ে যায় নিমেষে। কিছুদিন আগেই গাঢ় লাল ওয়ানপিসে নেটমাধ্যমে নজর কেড়েছেন মনামী। পায়ে লাল স্টিলেটো, লেদারের গাঢ় লাল রঙের শর্ট ড্রেস পরে নেটপাড়ায় ঝড় তুলেছিলেন তিনি। এমনকী তাঁর সাহসী সত্ত্বারও ভূয়সী প্রশংসা করেছিল তাঁর ভক্তকূল।