চাবুক ফিগারে লেপ্টে আছে কালো শাড়ি, ফের হট অবতারে নেট পাড়ায় আগুন ঝরালেন মনামী

Published : Mar 21, 2022, 10:12 PM ISTUpdated : Mar 21, 2022, 10:23 PM IST

সাহসী ছবি পোস্ট করার নিরিখে তাঁর জুড়ি মেলা ভার। রূপের ছটায় যে সমস্ত টলি নায়িকারা সর্বদাই আগুন ঝরাচ্ছেন তাদের মধ্যে তিনি রয়েছেন সর্বদাই শীর্ষ তালিকায়। কথা হচ্ছে হচ্ছে মনামী ঘোষকে(Tollywood actress Manami Ghosh) নিয়ে। এবার তিনিই কালো শাড়িতে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। যা দেখে ভিরমি খাওয়ার জোগাড় নেটিজেন মহলের। 

PREV
18
চাবুক ফিগারে লেপ্টে আছে কালো শাড়ি, ফের হট অবতারে নেট পাড়ায় আগুন ঝরালেন মনামী

এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মনামী। যেখানে তিনি লেখেন, “আমার কালো রং পছন্দ, আপনার পছন্দের রং কি?” তাঁর হট লুক দেখে ফের নতুন করে কুপোকাত হয়েছে নেটপাড়া। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। 

28

অন্যান্য পোস্টের মতো তাঁর এই পোস্টও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। আসতে থাকে কমেন্টের বন্যা। শেয়ারও হয় দেদার। 

38

এই পোস্টেই অনেকেই তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করার পাশাপাশি নিজেদের পছন্দের রং নিয়েও মতামত জানাতে থাকেন। পোস্ট করতে থাকেন নানা রঙের স্টিকার ইমোজি। ছবি দেখে জানিয়েছেন নিজেদের মতামত। 

48

এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মনামী। যেখানে তিনি লেখেন, “আমার কালো রং পছন্দ, আপনার পছন্দের রং কি?” তাঁর হট লুক দেখে ফের নতুন করে কুপোকাত হয়েছে নেটপাড়া। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। 

58

যখন ওই আপডেটটি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্সটাগ্রামে এই পোস্টে ২৮ হাজারের বেশি মানুষ লাভ রিয়্যাক্ট করে ফেলেছেন। এসেছে অজস্র কমেন্ট। এমনকী মনামীর রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। বয়সের তোয়াক্কা না করে যে ভাবে তিনি তাঁর যৌবন ধরে রেখেছেন তাতেও মুগ্ধ হয়েছেন অনেকে।

68

এদিকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে  চোখ রাখলেই বোঝা যাবে ঘুরতে যেতে বেশ পছন্দ করেন মনামী। কাজের ফাঁকে ছুটি মিললেই চলে যান এখানে-ওখানে। কখনও পাহাড়ের কোলে তো কখনও সমুদ্রের বুকে।

78

প্রায়শই তাঁর ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়র দেওয়ালে। তাঁর এই ভ্রমণপিপাসু সত্ত্বা নিয়েও নেটিজেনদের মধ্যে বরাবরই রয়েছে তুমুল উন্মাদনা। 

88

সহজ কথায় সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন মনামী। প্রায়শই নিজের ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যা ভাইরাল হয়ে যায় নিমেষে। কিছুদিন আগেই গাঢ় লাল ওয়ানপিসে নেটমাধ্যমে নজর কেড়েছেন মনামী। পায়ে লাল স্টিলেটো, লেদারের গাঢ় লাল রঙের শর্ট ড্রেস পরে নেটপাড়ায় ঝড় তুলেছিলেন তিনি। এমনকী তাঁর সাহসী সত্ত্বারও ভূয়সী প্রশংসা করেছিল তাঁর ভক্তকূল। 

click me!

Recommended Stories