বলিউডে পাড়ি দিয়েছেন দর্শনা! তার আগে সাহসী অবতারে বাঙালি অভিনেত্রী

বাংলা ছবির অভিনেত্রী দর্শনা বণিক খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডের ছবিতে। টলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শনা এখন পরিচিত মুখ। 

swaralipi dasgupta | Published : Aug 13, 2019 10:05 AM IST
16
বলিউডে পাড়ি দিয়েছেন দর্শনা! তার আগে সাহসী অবতারে বাঙালি অভিনেত্রী
এজরা নামের হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবির পরিচালনা করেছেন জয় কৃষ্ণন।
26
এই ছবিতে অভিনয় করছেন ইমরান হাশমি, ইমাদ শাহ, মানব কওল। একটি মালায়লম হরর ছবির রিমেক এজরা।
36
ছবির শ্যুটিং হচ্ছে মুম্বই ও মরিশাসে। ছবির বেশ কিছু অংশের শ্যুটিং ইতিমধ্যেই মরিশাসে হয়ে গিয়েছে।
46
এর আহে মুখোমুখি, আসছে আবার শবর, জোজো এই বাংলা ছবিগুলিতে অভিনয় করেছেন দর্শনা বণিক।
56
এছাড়াও তিনি ষড়রিপু ২ ও প্রতিঘাত ছবিতে অভিনয় করেছেন দর্শনা বণিক। খুব শীঘ্রই এই ছবিগুলিও মুক্তি পাবে।
66
ইমরান হাশমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেন তিনি। দর্শনার কথায়, ইমরান খুব ভাল মানুষ এবং দারুণ দেখতে।
Share this Photo Gallery
click me!

Latest Videos