যেন সাক্ষাৎ মা কালী, বঙ্গতনয়াদের দীপাবলির সাজে হার মানল বলিউডের গ্ল্যামার

দীপাবলির শুভেচ্ছায় ভরছে সোশ্যাল মিডিয়ায়। করোনা আবহে এখনও রয়েছে রোকটোক। নিউ নর্ম্যালে আমরা ঢুকে পড়লেও রয়েছে একাধিক সতর্কতা অবলম্বন করেই চলছে কালীপুজোর সেলিব্রেশন। এরই মাঝে একঝাঁক টেলি তারকার দীপাবলি শুভেচ্ছায় মন ভরেছে সাইবারবাসীর। দর্শনা বণিক, মনামী ঘোষ থেকে শুরু করে দেবলীনা কুমার, সন্দীপ্তা সেন, উষসী রায়, শ্রীমা ভট্টাচার্য, কেউই বাদ পড়েননি। 

Adrika Das | Published : Nov 14, 2020 6:12 PM
18
যেন সাক্ষাৎ মা কালী, বঙ্গতনয়াদের দীপাবলির সাজে হার মানল বলিউডের গ্ল্যামার

মনামী ঘোষঃ হালকা গোলাপি রঙের শাড়িতে সেজে উঠেছেন মনামী। সঙ্গে ক্যুইন স্লিভের ব্লাউজে বনেদিয়ানার ছোঁয়াও রয়েছে তাঁর সাজে। ইনস্টাগ্রাম রিলে নেহা কক্করের গানে ভিডিও করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

28

সন্দীপ্তা সেনঃ সন্দীপ্তাও মেতেছেন বলিউডের গানে। বাজিরাও মস্তানি ছবির আয়াত গানের সঙ্গে লাল চোলিতে কেবল মাঙ্গটিকা এবং নথ পরে হাতে প্রদীপ নিয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি। দীপাবলিতে এমন অভিনব কায়দায় শুভেচ্ছা জানাতে সাধারণত কাউকে দেখা যায় না। 

38

দর্শনা বণিকঃ সাধারণ সালোওয়ার কামিজে নো মেকআপ লুকে সেজে উঠেছেন দর্শনা। হাতে প্রদীপ নিয়ে ক্যানডিড পোজ দিয়েছেন তিনি। ভক্তদের জানিয়েছে দীপাবলির শুভেচ্ছা।  

48

দেবলীনা কুমারঃ দেবলীনাও গোলাপি রঙের শাড়িতেই নিজেকে ভিন্ন ভাবে সাজিয়েছেন। কলকাতা থেকে এখন তিনি দূরে, আবার কাঞ্চনজঙ্ঘার শ্যুটিংয়ে ব্যস্ত। সেই ব্যস্ততার ফাঁকেই দীপাবলির শুভেচ্ছা জানালেন সকলকে। 

58

উষসী রায়ঃ গোলাপি রঙই যেন এই বছর দীপাবলির রঙ। উষসীও একটি গোলাপি রঙের লেহেঙ্গা পরে দীপাবলির উৎসব উপলক্ষে পোস্ট করেছেন ছবি। 

68

শ্রীমা ভট্টাচার্যঃ শ্রীমা ভট্টাচার্যের সবুজ শাড়িতে ভেঙেছে গোলাপি রঙের পোশাকের ট্রেন্ড। হাতে প্রদীপ নিয়েও তিনিও নিজের শুভাকাঙ্খীদের দীপাবলির শুভেচ্ছা জানান।

78

তন্বী লাহা রায়ঃ এ যেন সাক্ষাৎ মা কালী। কালী রূপে নিজেকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী তন্বী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে উঠেছেন তিনি। 

88

মিমি দত্তঃ মিমির দীপাবলি লুকে রয়েছে গার্ল নেক্স্ট ডোরের আমেজ। সাধারণ সাজ, হালকা মেকআপেই অসমান্য সুন্দরী মিমি দত্ত। এভাবেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানালেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos