কেবল মুখ্যমন্ত্রীই নন, সায়নী-দেবলীনার পাশে একজোট হল রাজ, নুসরত, গৌতম ঘোষ

সাইবার বুলিং, নেটদুনিয়ায় হুমকি। মহিলাদের ধর্ষণের হুমকি, পুরুষদের প্রাণনাশের হুমকি। কোনও বিষয় নিজেদের দৃষ্টিভঙ্গি রাখলেই এই ধরণের হুমকি পেতে সময় লাগে কয়েক সেকেন্ড। সায়নী ঘোষ এবং দেবলীনা দত্ত মুখোপাধ্যায় এই সাইবার হেনস্তা শিকার হয়েছেন সম্প্রতি। হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হল টলিউডের একাধিক তারকা। বাকস্বাধীনতার দাবি, সাইবারদুনিয়ায় হেনস্তা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব হতে কলকাতার রাস্তায় নেমে পড়েছে টলিউড। 

Adrika Das | Published : Jan 26, 2021 3:44 AM IST
19
কেবল মুখ্যমন্ত্রীই নন, সায়নী-দেবলীনার পাশে একজোট হল রাজ, নুসরত, গৌতম ঘোষ

কলকাতার রাস্তায় হাজির হয়েছে রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, নুসরত জাহান, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক সহ অনেকে। 

 

29

ছিলেন দু'ই অভিনেত্রীই সায়নী এবং দেবলীনাও। তাঁদের সম্প্রতি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

39

কেবল তাই নয়, দেবলীনার বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করতে যান বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। 

49

সায়নীকে ধর্ষণের হুমকি দেওয়ার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

59

জল অন্যদিকে গড়াতেই এবার টলিউডের একাধিক তারকারা সোচ্চার হলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। 

69

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এই ছিল প্রতিবাদের নাম। যেখানে একজোট হন তারকারা। 

79

এই প্রতিবাদে আরও যে সকল চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, জয় গোস্বামী। 

89

পরিচালক হরনাথ চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, গয়াক সৌমিত্র রায়, সুদেষ্ণা রায়, অভিক মজুমদার, পরমা বন্দ্যোপাধ্যায়, দেবলীনার স্বামী অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।

99

সোশ্যাল মিডিয়ায় কেবল হুমকিই নয়, সায়নীর পেশাগত জগৎ নিয়ে কুরুচিকর মিমও তৈরি করে শুরু হয়েছে সাইবার বুলিং। 

Share this Photo Gallery
click me!

Latest Videos