দীর্ঘদিনের লড়াইয়ের অবসান। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। ৯ অগাস্ট নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরদিন ১০ অগাস্ট স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। ১৩ অগাস্ট কোমায় চলে যান। অস্ত্রোপচারের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার পরই ফুসফুসে সংক্রমণ ছড়াতে থাকে। দীর্ঘদিন ধরে কখনও অবস্থার অবনতির খবর পাওয়া যাচ্ছিল। অবশেষে সোমবার দুপুরে প্রয়াত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় টলিউড তারকারা দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।