আশির দশকে পর্দায় প্রথম আত্মপ্রকাশ, ফিরে দেখা তাপস পালের সেরা ছবির তালিকা

Published : Feb 18, 2020, 04:56 PM IST

টলিউড তাঁকে সুপারস্টার বলেই চিনত। প্রথম থেকেই একের পর এক ছবিতে বাজিমাত করেছিলেন তাপস পাল। অভিনয় দক্ষতা মন ছুঁয়ে ছিল সকল দর্শকদের। বাংলায় তখন নতুন কালের সুচনা। সাল ১৯৮০। চলচ্চিত্র জগত হারিয়েছে মহানায়ককে। এমনই সময় পর্দায় ধরা দিয়েছিলেন তাপল পাল। মুক্তি পেয়েছিল দাদার কীর্তি ছবি। সেখান থেকেই পথ চলা শুরু। 

PREV
112
আশির দশকে পর্দায় প্রথম আত্মপ্রকাশ, ফিরে দেখা তাপস পালের সেরা ছবির তালিকা
দাদার কীর্তিঃ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। এই ছবি দিয়েই টলিউডে আত্ম প্রকাশ করেন তাপস পাল। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মউয়া রায় চৌধুরী।
212
সাহেবঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। এই ছবিতেও তাপস পালের বিপরীতে অভিনয় করেছিলেন মউয়া রায় চৌধুরী।
312
যে যার প্রিয়ঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে। এই ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন অপর্না সেন।
412
ভালোবাসা ভালোবাসাঃ ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে মুখ্য ভুমিকাতে অভিনয় করেছিলেন তাপস পাল ও দেবশ্রী রায়।
512
গুরুদক্ষিণাঃ ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন শতাব্দী রায়।
612
অবোধঃ এই ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। এটি ছিল মাধুরীর প্রথম ছবি।
712
অনুরাগের ছোঁয়াঃ ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবিতে তাপস পালের বিপরীতে অভিনয় করেছিলেন শতাব্দী রায়।
812
চোখের আলোয়ঃ ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন প্রজেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়।
912
বৈদুর্য্য রহস্যঃ এই ছবিটা মুক্তি পেয়েছিল ১৯৮৫ সালে। এই ছবিতে তাপস পালের বিপরীতে অভিনয় করেছিলেন মুনমুন সেন।
1012
৮.০৮-এর বনগাঁ লোকালঃ ২০১২ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। যেখানে তাপস পালের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা চট্টোপাধ্যায়।
1112
খিলাড়িঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এখানে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন অঙ্কুশ।
1212
আই লাভ ইউঃ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এই ছবির মধ্যে দিয়েই টলিউডে হাতে খড়ি হয়েছিল অভিনেত্রী পায়েলের। ছবিতে ছিলেন দেবও।
click me!

Recommended Stories