টলিউড তাঁকে সুপারস্টার বলেই চিনত। প্রথম থেকেই একের পর এক ছবিতে বাজিমাত করেছিলেন তাপস পাল। অভিনয় দক্ষতা মন ছুঁয়ে ছিল সকল দর্শকদের। বাংলায় তখন নতুন কালের সুচনা। সাল ১৯৮০। চলচ্চিত্র জগত হারিয়েছে মহানায়ককে। এমনই সময় পর্দায় ধরা দিয়েছিলেন তাপল পাল। মুক্তি পেয়েছিল দাদার কীর্তি ছবি। সেখান থেকেই পথ চলা শুরু।