সৌমিত্র চট্টোপাধ্যায় এই নামটি আলাদা করে ব্যাখ্যা করতে হয় না ,সকল মানুষের কাছে পরিচিত একটি নাম। বাংলা সিনেমা থিয়েটার অভিনয়ে যার নাম স্মরণীয় হয়ে থাকবে চিরদিন বাংলার মানুষের কাছে। ফেলুদা , অপু নামেই চির স্মরণীয় হয়ে থাকবে সকলের মনে । ১৫ই নভেম্বর আমাদের সকলকে ছেড়ে ইহজগত ত্যাগ করেছেন। তবুও বিশ্বাস করে উঠতে পারেন না বাংলার মানুষ তিনি এখন আর আমাদের মধ্যে নেই। বাংলার চলচ্চিত্র জগতে নেমে এসেছে অন্ধকারের ছায়া। শুধুমাত্র চলচ্চিত্র থিয়েটারে নয়, অন্ধকার নেমে এসেছে সাহিত্য ও সামাজিক দিক দর্শন পাশাপাশি রাজনীতিতেও তিনি ছিলেন সক্রিয়। তাঁর চেতনা ছিল এক অন্য রকম। তাই স্মরণ রেখে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতে রবিবার বিকেল পাঁচটায় জ্ঞানমঞে আয়োজন করা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরণ সভা।