'আপনার কি আর বয়স বাড়বে না', জয়ার রূপে মুগ্ধ হয়ে এ কী প্রশ্ন করে বসল অনুরাগী

Published : Dec 20, 2020, 03:42 PM ISTUpdated : Dec 21, 2020, 04:48 AM IST

জয়া এহসানের নতুন রূপে মুগ্ধ নেটবাসী। হঠাৎ এই ট্রান্সফরমেশন চোখ ঘুরল ভক্তদের। এক্সেনট্রিক ফ্যাশনে চোখ ঘোরালেন বাংলাদেশি সুন্দরী। অবশ্য তাঁকে কেবল বাংলাদেশি সুন্দরী বললে ভুল হবে। এখন তিনি এপার বাংলার পুরুষদের মনের মণিকোঠায় রয়েছেন। নিত্যদিন জয়ার যেন নতুন ট্রান্সফরমেশন। কখনও ওয়েস্টার্ন লুকে তো কখনও ভারতীয় নারীর বেজে সেজে ওঠেন। আর তাতেই বাজিমাত করে চলেছেন বাংলাদেশি সুন্দরী জয়া এহসান।

PREV
18
'আপনার কি আর বয়স বাড়বে না', জয়ার রূপে মুগ্ধ হয়ে এ কী প্রশ্ন করে বসল অনুরাগী

জয়া যে এমন এক্সেনট্রিক ফ্যাশনেও ধরা দিতে পারেন তার কোনও ভ্রুক্ষেপই একেবারেই ছিল না ভক্তমহলের। 

28

কখনও ধরা দেন বোহো লুকে। বেনি করা চুলে রয়েছে টাইট হাই বান। সঙ্গে ভারী পুথির গয়না।

38

আবার কখনও ন্যুড মেকআপ, বোল্ড আইব্রাওজে নতুন প্রজন্মের নায়িকাদের মাত দেন জয়া। 

48

প্রতিটি লুকেই জয়া যেন মোহময়ী। কখনও বোল্ড অবতারে, তো কখনও গার্ল নেক্সট ডোরের অবতারে, সবেতেই সাবলিল তিনি।

58

সম্প্রতি সাদা কালো স্ট্রাইপড শার্টে ধরা দিয়ে অবাক করে দিলেন জয়া। বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন তিনি।

68

'আপনার কি আর বয়স বাড়বে না।' প্রশ্ন করে বসল ভক্তরা। সত্যি যেন বয়স থেমে গিয়েছে জয়ার।

78

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন পোশাকে, সবেতেই যেন জয়া চিরযৌবন। তাঁর বয়স ধরা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। 

88

এক কথায়, জয়াকে চেনা মুশকিল হয়ে যাচ্ছে ক্রমশ। বিসর্জন ছবির জয়া এবং এখনকার জয়ার মধ্যে যেন আকাশ পাতাল তফাত। 

click me!

Recommended Stories