করোনা আবহ কাটিয়ে নতুন ছন্দে, নতুন ছোঁয়ায় ফিরেছে সা রে গা মা পা। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। আর পাঁচটা গানের অনুষ্ঠানের চেয়ে ঢের বেশি আলাদা। যার জেরে দর্শকমহলের 'সা রে গা মা পা'-র প্রতি উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। আগামী শনিবার ১৬ জানুয়ারি থাকছে জমজমাটি পর্ব। অতিথির আসনে এবার থাকছেন বিশেষ একজন।