Micromini-তে শুভশ্রী, ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে রাজের উদ্দাম নাচ, শহরের নাইটক্লাবে গ্ল্যামারের ছড়াছড়ি

Published : Jan 13, 2021, 07:04 PM ISTUpdated : Jan 13, 2021, 07:25 PM IST

টলিউডের হ্যাপেনিং সেলেব দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী এখন ডটিং পেরেন্টস। ইউভানকে যেভাবে তাঁরা ফ্যাশেনবল স্টারকিড করে তুলেছেন তাতে তার জনপ্রিয়তা তৈমুরের চেয়ে কোনও অংশেই কম নয়। ইউভানকে নিয়ে নানা পোস্টই করতে থাকেন শুভশ্রী এবং রাজ। যা নিমেষে ভাইরাল হয় নেটদুনিয়ায়। ক্রমশ নেটদুনিয়ার হটকেক হয়ে উঠছে ইউভান। 

PREV
18
Micromini-তে শুভশ্রী, ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে রাজের উদ্দাম নাচ, শহরের নাইটক্লাবে গ্ল্যামারের ছড়াছড়ি

তবে মম্মি শুভশ্রীর জনপ্রিয়তা কোনও অংশেই কমে যায়নি। বরং মা হওয়ার পর গ্ল্যামার বেড়েছে দশগুণ।

28

সম্প্রতি সেই গ্ল্যামার নিয়েই শহরের নাইটক্লাব কাঁপালেন শুভশ্রী। নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

38

মাইক্রোমিনি ড্রেসে হাজির হয়েছিলেন সেই পশ নাইটক্লাবে। এই পাবে প্রায় নিত্যদিনের যাতায়াত শুভশ্রী ও রাজের। 

48

শুভশ্রীর পাশাপাশি রাজও ছিলেন সেখানে। প্রায় আট দশ জনের বড় গ্রুপ এখানে প্রায় পার্টি করেন। 

58

থার্টি ফার্স্ট নাইট থেকে শুরু করে নতুন বছরের প্রথম দিনও এখানেই উদ্দাম নেচে কাটিয়েছিলেন তাঁরা।

68

সাদা ও আকাশি রঙের মাইক্রোমিনি ড্রেসে কে বলবে এক ছেলের মা হলেন অভিনেত্রী শুভশ্রী। 

78

গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। অন্যদিকে কাজ ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব সেরে নাইটক্লাবে নাচতে দেখা গেল রাজকে। 

88

নিজের আরও এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে দক্ষিণী পেপি নম্বরে কোমর দোলালেন তাঁরা। সবটা ভিডিওতে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। যা নিমেষে ভাইরাল হয়েছে। 

click me!

Recommended Stories